তাইওয়ানে রেকর্ড সংখ্যক চীনা বিমানের প্রবেশ

3

 

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকায় প্রবেশ করেছে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান। এরপরই বেইজিংকে ‘দায়িত্বজ্ঞানহীন উসকানিমূলক কর্মকান্ড’ থামানোর আহ্বান জানিয়েছে তাইওয়ান। সোমবার টানা চতুর্থ দিন অনুপ্রবেশ করলো চীনা যুদ্ধবিমান। এ নিয়ে সর্বমোট প্রায় দেড়শ’ বিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকায় পাঠালো চীন। কোনও কোনও বিশ্লেষক মনে করেন, তাইওয়ানের ন্যাশনাল ডে ঘিরে অঞ্চলটির প্রেসিডেন্টকে সতর্ক করতেই এসব যুদ্ধবিমান পাঠিয়েছে চীন।
তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হতে চাওয়া প্রদেশ মনে করে বেইজিং। তবে নিজেদের সার্বভৌম রাষ্ট্র দাবি করে তাইওয়ান। মঙ্গলবার ফরেন পলিসি ম্যাগাজিনে লেখা এক নিবন্ধে তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন সতর্ক করে দিয়ে বলেছেন, দ্বীপটি যদি চীনের হাতে পড়ে তাহলে এশিয়ার গণতন্ত্র এবং শান্তির জন্য পরিণতি হবে ‘মারাত্মক’। তিনি বলেছেন, তাইওয়ান সংঘাত চায় না, তবে নিজেকে রক্ষায় যা প্রয়োজন তা করতে দ্বিধা করবে না।