তরুণী ও শিশুদের বেস্ট কালেকশন টেরিবাজারের ‘দি মল-২৪’

24

মনিরুল ইসলাম মুন্না

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জাহাঙ্গীর আলম। তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাচ্চাদের নিত্য-নতুন কিছু পোশাকের ছবি টাইমলাইনে চলে আসে। ছবিগুলো দেখে তিনি নগরীর টেরিবাজার দি মল-২৪ এ গিয়ে হুবহু পোশাকগুলো পান। তিনি বলেন, ‘বিদেশি পোশাকগুলো দেশের বাজারে পাবো ভাবতেই পারিনি। অনেক সুন্দর ও নতুন ডিজাইনের পোশাক রয়েছে এখানে। গত দুই বছর থেকে ফেসবুকে তাদের কালেকশন দেখে আমি স্ত্রী ও বাচ্চার পোশাক নিয়েছি। এ বছরও নিতে আসলাম।’
দাম এবং মান কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রথমবার কয়েকটি মার্কেটে ঘোরাঘুরি করার পর এখানে এসেছিলাম। এখানকার পোশাকের কোয়ালিটি আর বাইরের সাধারণ দোকানের কোয়ালিটিতে একটু ভিন্নতা রয়েছে। যতটুকু জানি, তারা বিদেশ থেকে ভাল মানের পণ্য আমদানি করে থাকেন। তাই কোয়ালিটিতে শতভাগ আস্থা রাখতে পারি। এছাড়াও কোন পণ্য যদি বাসায় গিয়ে পছন্দ না হয় তাহলে ৭ দিনের মধ্যে নিয়ে আসলে তারা বদলে দেন। যার কারণে মল-২৪-এ বারবার ছুটে আসি।’
গতকাল বৃহস্পতিবার টেরিবাজারের দি মল-২৪ এ গেলে ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে কালেকশন সম্পর্কে ধারণা পাওয়া যায়। আন্দরকিল্লা থেকে লালদীঘি যাওয়ার পথে টেরিবাজার মোড়ের পরে বামপাশের ভবনের দ্বিতীয় তলায় ‘দি মল-২৪’ এর অবস্থান। দোকানে প্রবেশের পর বামপাশে জুয়েলারি আইটেম,তারপর কসমেটিক্স আইটেম। বিপরীতে ক্যাশ কাউন্টার আর ক্যাশ কাউন্টারের পাশে বাচ্চাদের পোশাকের আইটেম। সোজা প্রবেশ করলে দেখা যায় মেয়েদের থ্রি-পিছ ও শাড়ির কালেকশন। প্রতিটি আইটেমে দেখা গেল ক্রেতাদের ভিড়।
জানা গেছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দি মল-২৪ ক্রেতার চাহিদাও পূরণ করছে। ক্রেতারা ভোগান্তি কমাতে এই দোকানে বসেই ক্রয় করছেন পোশাক, প্রসাধনী ও জুয়েলারি। স্মার্ট ক্রেতারা দি মল-২৪ এর ফেসবুক পেইজে (www.facebook.com/MALL24BD) বাহারি কালেকশন দেখে তারপর দোকান থেকে কিনে নিচ্ছেন। তাছাড়াও দোকানের বেশিরভাগ ক্রেতা ফেসবুক পেইজে নতুন কালেকশন দেখে কিনতে আসছেন।
দি মল-২৪ ঘুরে দেখা যায়, দোকানে পাওয়া যাচ্ছে শাড়ি, থ্রি পিছ, গাউন, নাইরা কাট, সারারা, গারারা, টপ্স, নারীদের স্যান্ডেল-জুতা এবং বাচ্চাদের ফ্রগ, থ্রি পিছ, টি শার্ট, শার্ট, জুতাসহ সকল আইটেম। পুরুষদের জন্য নিত্য নতুন ডিজাইনের পাঞ্জাবি ও প্রসাধনী।
বিক্রয়কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, এখানে চীন, থাইল্যান্ড থেকে আনা হয়েছে প্রসাধনী ও জুতা। ভারতের মুম্বাই, দিল্লি, গুজরাট, বেনারস, আহমেদাবাদ, কলকাতা থেকে আনা হয়েছে শাড়ি, থ্রি পিছ, সারারা, গারারা, নাইরা কাটসহ নারীদের নানা পোশাক। এছাড়া এখানে পাওয়া যাচ্ছে বিয়ের শাড়ি, পার্টি শাড়ি, লেহেঙ্গা ও আনস্ট্রিচ থ্রি পিচের কাপড়।
দি মল-২৪ এ শপিং করতে আসা শাহী নুর তাজ আদিবা বলেন, ‘আমি থ্রি পিচ নিলাম। এখানে অনেক নতুন কালেকশন রয়েছে। আর দামটা সবার সাধ্যের মধ্যে আছে। এ মলে বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের কাপড়ও মিলে। এক ছাদের নিচে সব পাচ্ছি তাই কষ্টটাও কম হচ্ছে।’
দি মল-২৪ এর পরিচালক আহমেদ রেজা পূর্বদেশকে বলেন, ‘ভাল পোশাক একজন মানুষের ব্যক্তিত্ব, সৃজনশীলতাকে উজ্জ্বল করে তোলে। আমরা ক্রেতাদের কেনাকাটার আনন্দকে বাড়িয়ে তোলার চেষ্টা করেছি। সব ধরনের পোশাক নিয়ে, ছোট-বড়, নারী-পুরুষ সবার জন্য ঈদ, বিয়েসহ সব ধরনের অনুষ্ঠান এবং পারিবারিক সব কেনাকাটার জন্য বিশাল আয়োজন দি মল-২৪। একদরের দোকান ও মূল্য হাতের নাগালে থাকায় সকল শ্রেণির লোকজন কেনাকাটা করতে পারবেন। আমরা নিত্য নতুন পণ্য ভাল কোয়ালিটি ও সাশ্রয়ী মূল্যে বিক্রি করে আসছি। এতে ক্রেতারাও সন্তুষ্ট। এমনকি কোন পণ্য পছন্দ না হলে সাতদিনের মধ্যে পরিবর্তনের সুযোগ দিচ্ছি। যা অন্য কেউ করে না।’