তরুণী অপহরণের গল্প নিয়ে সিনেমা ‘শুক্লপক্ষ’

3

বিনোদন ডেস্ক

একই বিশ্ববিদ্যালয় থেকে পর পর তিন জন মেয়ে নিখোঁজ হয়েছে। কেউ একজন টার্গেট করছে তরুণীদের। মঞ্জুর ধারণা, তার পছন্দের মানুষ লাবণীও হতে পারে অপহরণের শিকার। কিন্তু শুধু ধারণার ওপর ভর করে সে কি বাঁচাতে পারবে লাবণীকে? এমন এক রহস্য-ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘শুক্লপক্ষ’। গত ১১ আগস্ট রাত ৮টায় চরকিতে মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত এই সিনেমাটি।
‘শুক্লপক্ষ’র মূল চরিত্রগুলোর মধ্যে অন্যতম একজন খাইরুল বাসার। তিনি বলেন, ‘হিংসা, প্রেম, অসহায়ত্ব, ক্ষমতা আর বর্বরতার এক দারুণ দ্বা›িদ্বক উপস্থাপন আছে এই গল্পে। আমার ধারণা, দর্শকরা গল্পের প্রতি পৃষ্ঠায় বিস্মিত হবেন।’ বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। কিছু দিন আগেই চরকির অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্তে’ দেখা গেছে তাকে। তবে ‘শুক্লপক্ষ’ই তার প্রথম ওয়েবফিল্ম। তিনি বলেন, ‘অডিয়েন্স হিসেবে যখন শুক্লপক্ষ-এর স্ক্রিপ্ট পড়েছি তখনই কাজ করার আগ্রহ জন্মেছিল। ভিকি জাহেদের থ্রিলার মানেই তো অন্যরকম কিছু। এখানে অভিয়ন করেন জিয়াউল রোশান। এটা তার প্রথম ওয়েবফিল্ম। তিনি বলেন, ‘আমার করা এটাই প্রথম ওয়েবফিল্ম। ভিকির সাথে এটা আমার দ্বিতীয় কাজ। তার সাথে কাজ করার অভিজ্ঞতা অন্যরকমের।