‘তরুণদের হাতে মোবাইল নয় বই তুলে দিতে হবে’

25

 

‘বঙ্গবন্ধু লেখক পাঠক সম্মিলন ও বই উৎসব’ উপলক্ষে প্রকাশিত স্মারক সংকলন ‘জ্যোতির্ময়’ পাঠ উন্মোচন অনুষ্ঠানে অতিথি প্রফেসর রীতা দত্ত বলেছেন, শৈলী প্রকাশন থেকে প্রকাশিত এ স্মারক সংকলনটি অনবদ্য একটি সংকলন। এতে সংকলিত প্রবন্ধ-নিবন্ধ, ছড়া-কবিতাগুলো অত্যন্ত ঋদ্ধ। এ ধরনের সংকলন বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের হাতে এ গ্রন্থ তুলে দিতে হবে। তথ্য ও প্রযুক্তির এ যুগে তরুণদের হাতে মোবাইল নয় বই তুলে দেয়াই জরুরি।
গত ১৩ মে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত ‘ জ্যোতির্ময়’ স্মারক সংকলনের পাঠ উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক, শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম। তিনি শৈলী প্রকাশন থেকে প্রকাশিত ‘জ্যোতির্ময়’ সংকলনের বহুল প্রচার ও প্রসার কামনা করে বলেন, গ্রন্থটি একটি সমৃদ্ধ ও নান্দনিক প্রকাশনা। এতে অন্তর্ভুক্ত লেখাগুলোও ইতিহাস-ঐতিহ্যের আলোকে খুবই গুরুত্বপূর্ণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতা ও বাংলাদেশ এক নজর জানতে হলে বইটি পাঠ জরুরি। এতে সন্নিবেশিত ছড়া-কবিতাগুলোও বিষয় বৈচিত্রে অনন্য।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যোতির্ময় স্মারক গ্রন্থের প্রধান সম্পাদক রাশেদ রউফ, সম্পাদক এস এম আবদুল আজিজ, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, গল্পকার বিপুল বড়ুয়া, কবি জিন্নাহ চৌধুরী, সংগঠক জাহাঙ্গীর মিঞা, সংকলনের নির্বাহী সম্পাদক আবুল কালাম বেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিকশিল্পী আয়েশা হক শিমু।
অনুষ্ঠানে ছড়া-কবিতা, আবৃত্তি, গান ও কথামালায় অংশ নেন সাংবাদিক এম নাসিরুল হক, ফেরদৌস আরা রীনু, কাসেম আলী রানা, রেহেনা মাহমুদ, মর্জিনা আখতার, আজিজ রাহমান, শ্যামল কান্তি দত্ত, জাকির হোসেন কামাল, অমিত কুমার কুন্ডু, ইফতেখার মারুফ, সাঈদুল আরেফীন, ইসমাইল জসীম, আহসানুল হক, শারুদ নিজাম, ফারজানা রহমান শিমু, কাঞ্চনা চক্রবর্তী, বিচিত্রা সেন, জসীম উদ্দিন খান, গোফরান উদ্দীন টিটু, রেবেকা সুলতানা, সুমি দাশ, সোমা মুৎসুদ্দি, রুনা তাসমিনা, তসলিম খাঁ, শিউলী রানী নাথ, সুপ্রতীম বড়ুয়া, গৌরি প্রভা দাশ, বিশ্বজিত বড়ুয়া, আলী আকবর বাবুল, শামীম ফাতেমা মুন্নী, পিংকু দাশ, রাসু বড়ুয়া, সৌভীক চৌধুরী, সেলিম তালুকদার আকাশ, সালাম সৌরভ, প্রদ্যুৎ বড়ুয়া, লিপি বড়ুয়া, সুরভী কান্তা, মুহাম্মদ শামসুল আহসান, জয়মালা বড়ুয়া, মাহবুবা ছন্দা, ফোরকান আবু, মাজহার হেলাল, সৈয়দা সেলিমা আক্তার, বিভাস গুহ, পারভীন আক্তার, নাটু বিকাশ বড়ুয়া, জায়তুন নেসা জেবু, সুব্রত কুমার নাথ, এম. কামাল উদ্দিন, মিতা দাশ, শিরীন আফরোজ, মর্জিনা হক পপি, হোসাইন দিদার, কৌশিক রেইন, শামীমা আকতার, কোহিনুর শাকি, শিমু রহমান, আরিফ রায়হান, প্রতীমা দাশ, পিয়াসা চক্রবর্তী, শম্পা চক্রবর্তী, হৈমন্তী তালুকদার, নুর নাহার নিপা, নুসরাত সুলতানা, মহসীন চৌধুরী, খালেছা খানম, এসএম মোখলেছুর রহমান, জোনাকী দত্ত, সাইফুল্লাহ কায়সার, সরওয়ার আরমান, বিভা ইন্দু, রাফি প্রমুখ। বিজ্ঞপ্তি