তপনানন্দ গিরির আবির্ভাব উৎসবে বক্তারা যারা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চায় তারা রাষ্ট্রের শত্রু

7

 

সীতাকুন্ডস্থ শঙ্করমঠের শতবর্ষপূতি ও শ্রীশ্রী বিশ্বনাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে আয়োজিত ৮ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির শেষদিন গতকাল মঙ্গলবার মঠের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৬তম আবির্ভাব দিবস উদযাপন করা হয়েছে। লায়ন অদুল কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও প্রমথ সরকার সঞ্চালনায় অনুষ্ঠিত সনাতন ধর্ম মহাসম্মেলনের উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম পাবলিক প্রসিকিউটর ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল। আশির্বাদক ছিলেন আমেরিকার কলরেডো নিবাসী ঋষিশ্রেষ্ঠ পরমানন্দ সরস্বতী। আশির্বাদক ছিলেন মঠের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম শর্মা, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, এনজিএস গ্রুপের পরিচালক অসিত সাহা, কুন্ডেশ্বরী ঔষধালয়ের পরিচালক রাজীব সিংহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। প্রধান আলোচক ছিলেন এস. আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত ভৌমিক। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন শঙ্করমঠ ও মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর কেশব কুমার চৌধুরী। আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য, অধ্যাপক অঞ্জন দাশ, বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার মল্লিক, সাংবাদিক রনজিত কুমার শীল, রনধীর ঘোষ রায়, লায়ন দিলীপ কুমার শীল, বাসুদেব দাশ, মাস্টার অজিত কুমার শীল, প্রদীপ মহাজন জহর, সুজন বিশ্বাস, অর্পণ ধর, এডভোকেট বিমল চন্দ্র শীল, এডভোকেট মোহন লাল মহাজন, অজিত কুমার শীল, রাউজানের ছিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, অর্পণ ধর, প্রবাসী প্রসনজিত শীল, সুজন শর্মা প্রমুখ। এতে বক্তারা বলেন, যারা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চায় তারা রাষ্ট্রর শত্রু। বিজ্ঞপ্তি