ঢেমশা বিহারে ঠাকুর অনুকূলচন্দ্রের উৎসব

16

সাতকানিয়ার উত্তর ঢেমশা সৎসঙ্গ বিহারে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫তম জন্ম-মহোৎসব দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২০ জানুয়ারি সম্পন্ন হয়। কর্মসূচির মধ্যে ছিল-মাতৃসম্মেলন, গীতাপাঠ ও ভক্তিগীতি প্রতিযোগিতা, নামসংকীর্তন, বিনামূল্যে চিকিৎসা সেবা, ঠাকুরের লীলাকীর্তন, সাধারণ সভা, ধর্মসম্মেলন, নৃত্যানুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান ‘জীবন রথের চালক ওগো, তোমায় নমস্কার’, প্রসাদ আস্বাদন। উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সুজিত আইচের সভাপতিত্বে ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ’র সম্পাদক ধৃতব্রত আদিত্য। বিশেষ অতিথি ছিলেন সৎসঙ্গ মন্দির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক অরুণ কান্তি মল্লিক, সমাজসেবক প্রভাত কুমার দাশ, প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) সুভাষ কান্তি দাশ, বাকলিয়া সৎসঙ্গ বিহারের সহপ্রতি ঋত্বিক তিমির কান্তি সেন, সহপ্রতি ঋত্বিক সুভাষ আচার্য্য, সহপ্রতি ঋত্বিক তপন কুমার রায়, ডা. প্রবাল চক্রবর্তী, সহপ্রতি ঋত্বিক তমাল দাশগুপ্ত, চবি চারুকলা ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক রাসেল দাশ, সহপ্রতি ঋত্বিক সুনিল কান্তি দাশ, দীপক পালিত। প্রধান বক্তা ছিলেন ধর্মভাষক ও প্রাবন্ধিক রূপম চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কান্তি দাশ। বক্তব্য দেন সহপ্রতি ঋত্বিক অধ্যাপক শুভাশীষ দাশ, সহপ্রতি ঋত্বিক সাধন সুশীল, সহপ্রতি ঋত্বিক বিপ্লব বিশ্বাস, বাবু দাশ, মিল্টন দাশ, মিন্টু দাশ। বিজ্ঞপ্তি