ঢাবিতে ভর্তি পরীক্ষার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনে চবি উপাচার্য

6

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ‘চ’ ইউনিটে চট্টগ্রাম অঞ্চলের ভর্তি প্রার্থীদের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ‘চ’ ইউনিট ভর্তি কমিটির চবি কো-অর্ডিনেটর এবং চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ, ঢাবি ‘চ’ ইউনিট চট্টগ্রাম অঞ্চলের কো-অর্ডিনেটর মোহাম্মদ সাব্বির-আল রাজী, চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বরিষ্ট শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপাচার্য ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সুসম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আগামীতে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি