ঢাকা প্রিমিয়ার লিগ সুপার লিগে প্রাইম ব্যাংক প্রাইম দোলেশ্বর আবাহনী মোহামেডান

21

দেখতে দেখতে প্রায় শেষের পথে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেট। গতকাল থেকে চলছে দশম রাউন্ডের খেলা। যেখানে সুপার পর্ব নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, আবাহনী, মোহামেডান, গাজী গ্রুপ ও শেখ জামাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুপার লিগে সবার আগে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে তামিম ইকবাল, এনামুল হক বিজয়দের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দুই দফা বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছিল ইনিংসপ্রতি ১২ ওভার করে। যেখানে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান করে ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু বৃষ্টি আইনে প্রাইম ব্যাংকের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২ ওভারে ৮৪ রানের যা তাড়া করতে ১১.৪ ওভার খেলেছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের জয়ের দিনে পেসার কামরুল ইসলাম রাব্বির বোলিং তোপে আবাহনী লিমিটেডকে ২৮ রানে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বরও। ১৩৩ রানের লক্ষ্যে নামা আবাহনী ১০৪ রানে গুটিয়ে গেলেও সুপার নিশ্চিত করেছে তারাও।
এদিকে বিকেএসপিতে সুপার ওভার রোমাঞ্চে সুপার লিগে ঠাঁই করে নিয়েছে মোহামেডানও। জিততে হলে শেষ ওভারে মাত্র ৬ রান করলেই হতো খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। কিন্ত আবু জায়েদ রাহির ওই ওভারে তারা নিতে পারল ৫ রান। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর তাতে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে জয়ে ফিরে সেরা ছয়ের পথ জোরালো করে রেখেছে শেখ জামাল। বৃষ্টিবিঘিœত সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাবকে ১৬ রানে হারিয়েছে তারা। এদিকে বিকেএসপির চার নম্বর মাঠে তলানির দুই দলের লড়াইয়ে পারটেক্সকে ২১ রানে হারিয়ে রেলিগেশন লিগ এড়ানোর আশা বাচিয়ে রেখেছে লেজেন্ডস অব রূপগঞ্জ।