ঢাকা প্রিমিয়ার লিগে ইরফান শুক্কুরের হাফ সেঞ্চুরি প্রাইম ব্যাংককে হারাল আবাহনী সাকিববিহীন মোহামেডান জয়ী

15

স্পোর্টস ডেস্ক

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডে গতকাল ছয়টি খেলা অনুষ্ঠিত হয়। এতে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম দোলেশ্বর ও ব্রাদার্স ইউনিয়ন। শেরে বাংলায় প্রাইম ব্যাংকের বিপক্ষে আগে ব্যাট করে ময়মনসিংহের ছেলে মুনিম শাহরিয়ার জুম্মনের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ৫০ বলে ৯২ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করেই ১৮৩ রান তোলে আবাহনী। বৃষ্টির বাগড়ায় ডিএল মেথডে ১৯ ওভারে প্রাইম ব্যাংকের টার্গেট দাড়ায় ১৭৪। এনামুল হক বিজয়, তামিম ইকবাল, মিঠুন আর অলকরা থামেন ১৪৩ রানে। ৩০ রানের জয়ে মাঠ ছেড়েছে মুশফিকের আবাহনী।
এদিকে আচরণবিধি ভাঙায় তিন ম্যাচ নিষিদ্ধ হওয়া অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই বিকেএসপির ৪ নাম্বার মাঠে খেলতে নেমে ওল্ড ডিওএইচএসকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৯ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগে ব্যাট করে চট্টগ্রামের ছেলে কিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুরের ৪২ বলে অপরাজিত ৬৮ রানে ভর করে ৫ উইকেটে ১৫৯ রান করে মোহামেডান। ওল্ড ডিওএইচএস ইনিংসের চতুর্দশ ওভারে বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৬ ওভারে। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে দলটি পায় ১২৫ রানের লক্ষ্য।
বিকেএসপির তিন নাম্বার মাঠে সৈকত আলির অলরাউন্ড নৈপুণ্যে লেজেন্ডস অব রূপগঞ্জকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৭ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাভার তিন নাম্বার মাঠে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৮ রান তোলে খেলাঘর। জবাবে ব্যাট করতে নেমে আকবর আলী ও আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে ৫ উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জয় উপহার দেন মাহমুদউল্লাহ রিয়াদ।
অন্যদিকে পারটেক্স স্পোর্টিং ক্লাবের ১৩৪ রানের জবাব দিতে নেমে ৫৭ বলে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলে প্রাইম দোলেশ্বরকে জেতান ফজলে মাহমুদ রাব্বি। এদিকে সাভার ৩ নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে শাহিন পুকুরকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১ রানে হারিয়ে ব্রাদার্স ইউনিয়ন।