ঢাকা প্রিমিয়ার লিগেও থাকছে ফিটনেস টেস্ট

15

এবার জাতীয় ক্রিকেট লিগে যেভাবে ফিটনেস পরীক্ষায় উতরে তবেই খেলেতে হয়েছে, তেমনি ঢাকা প্রিমিয়ার লিগেও খেলতে হবে বিপ টেস্ট দিয়ে। ফিটনেস নিয়ে কাড়কড়ি আরও বাড়বে আগামী মৌসুমে। বাড়ানো হবে বিপ টেস্টে পাশ করার ন্যূনতম স্কোর।
ঘরোয়া ক্রিকেটে ফিটনেসের ন্যূনতম মানদÐ ঠিক করে দেওয়া শুরু হয়েছে গত মৌসুম থেকে। সেবার বিপ টেস্টে (ফিটনেস পরীক্ষায় বিশ্বজুড়ে সবচেয়ে প্রচলিত পরীক্ষা) ন্যূনতম স্কোর রাখা হয়েছিল ৯। এবার সেটি এক লাফে বাড়িয়ে করা হয় ১১। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, আগামী মৌসুমে বোর্ড আরও কঠোর হবে ফিটনেস নিয়ে। এবার জাতীয় লিগের আগে বিপ টেস্ট হয়েছে ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগীয় সদরে। সেখানে পরীক্ষা যথার্থ হয়েছে কিনা, এটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পরের মৌসুমে তাই সবার পরীক্ষা হবে ঢাকায়।