ঢাকা উত্তর সিটির উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি

45

আগামি ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন। ওই দিন ঢাকা উত্তর ও দক্ষিণের (ডিএসসিসি) ১৮টি করে সাধারণ ওয়ার্ডেও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ গতকাল মঙ্গলবার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে হওয়া কমিশনের বৈঠকে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ৩০ জানুয়ারি মনোনয়নপত্র জমা, ২ ফেব্রæয়ারি বাছাই এবং ৯ ফেব্রæয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়। ২০১৭ সালের ৩০ নভেম্বর তিনি মারা যান। এর আগেও এই সিটি কর্পোরেশনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তবে আদালতে রিট হওয়ায় তা বাতিল হয়ে যায়। সম্প্রতি উচ্চ আদালত রিটটি খারিজ করে দেওয়ায় নতুন করে তফসিল ঘোষণা করা হলো। খবর বাংলাট্রিবিউনের
আবারও কেউ আদালতে রিট করলে নির্বাচন বাতিল হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘উচ্চ আদালত রিট খারিজ করে দিয়েছেন। আপাতত নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই’।