ঢাকায় বিএনপি ও সমমনা দলগুলোর গণমিছিল আজ

8

পূর্বদেশ ডেস্ক

সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগের ঘোষণা অনুযায়ী ঢাকায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর গণমিছিল করবে আজ। দুপুর ২টার পর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হবে। এটি কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ মোড় হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে নয়া পল্টনে এসে শেষ হবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। খবর বিডিনিউজ। বিএনপির সঙ্গে জোটবদ্ধ দলগুলো আলাদাভাবে এ কর্মসূচি পালন করবে। এরমধ্যে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাব, ১২ দলীয় জোট ফকিরেরপুল পানির ট্যাংক,জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন মোড়, এলডিপি পান্থপথ মোড় ও জামায়াতে ইসলামী বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে গণমিছিল শুরু করবে।
গত ২৪ ডিসেম্বর বিএনপিসহ জোটের দলগুলো সব বিভাগীয় ও জেলা সদরে গণমিছিল করেছে। ঢাকাতেও ওইদিন গণমিছিল করার কথা ছিল। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলনের কারণে ওইদিনের ঢাকার কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়।
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, নতুন নির্বাচন কমিশন গঠনসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সমমনা ৩০টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় এ গণমিছিল করছে। গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
নয়া পল্টনে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছ থেকে তারা মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি পেয়েছেন। তিনি বলেন, আমাদের গণমিছিল হবে শান্তিপূর্ণ।
গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, তারা সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়ে গণমিছিল করবেন।
১২ দলীয় জোটের নেতা জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বেলা আড়াইটায় ফকিরারপুল পানির ট্যাংকের কাছে সমবেত হবে বিজয়নগর অভিমুখে মিছিল করবেন।
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ জানান, দুপুর আড়াইটায় পুরানা পল্টনের মোড়ে সমবেত হয়ে গণমিছিল শুরু করবেন।
কোনো জোটে না থাকায় এলডিপি এবং জামায়াতে ইসলামী আলাদা আলাদাভাবে গণমিছিল করবে বলে দল দুটির নেতারা জানিয়েছেন।
এফডিসির কাছে এলডিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বেলা আড়াইটায় গণমিছিল শুরু করবে বলে জানিয়েছেন পার্টির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক।
আর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটের সামনে বেলা সাড়ে ৩টায় গণমিছিল করতে ডিএমপির কাছে আবেদন করেছে জামায়াত। দলটির তিন সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল দুপুরে ডিএমপি কার্যালয়ে গিয়ে আবেদন জানিয়ে এসেছে।
জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট জালাল উদ্দিন ও অ্যাডভোকেট গোলাম রহমান।