ড. মুহাম্মদ শহীদুল্লাহ মেধাচর্চা বৃত্তি পরীক্ষার প্রস্তুতিসভা

97

চট্টগ্রাম শহরের সাতকানিয়া উপজেলার ধর্মপুর বাসিন্দাদের সামাজিক সংগঠন ধর্মপুর সমিতি-চট্টগ্রাম উদ্যাগে গত ২৪ নভেম্বর ধর্মপুর সমিতি-চট্টগ্রামে সংগঠনের সভাপতি নুরুল কবির ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন লিটন সঞ্চালনায় জরুরি সভা টেরিবাজারে হাজী দুদু মিয়া মাকেটের ২য় তলায় সংগঠনের কাযালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এনামুল রশিদ চৌধুরীর। আলোচনায় অংশ নেন হাটহাজারী কলেজের অধ্যাপক শেখ আবদুর নুর, সিটি করপোরেশন কর্মকতা আবদুর গফুর, ট্রেজার-আমিনুল ইসলাম আমিন, সাংবাদিক রাজা মিয়া, আহমদ কবির, জমির উদদীন, খলিদ, ব্যবসায়ী ইউনুস, মৌলানা আলমগীর, জসিমউদদীন, আজিজুর রহমান, নাছির উদ্দীন, অনিল বডুয়া, রুমকি সেন, খালেদা আক্তার এলাকায় শিক্ষা মান উন্নয়ন শিক্ষাথী উৎসাহিতকরণ লক্ষ্য প্রতিবছরের মত এবারও ড. মুহাম্মদ শহিদুল্লাহ মেধাচচা বৃত্তি পরিক্ষা-২০১৯ইং আয়োজন উপলক্ষে অধ্যাপক এনামুল রশিদ চৌধুরীর কো-চেয়ারম্যান আবু তৈয়ব সদস্য সচিব করে ৭সদস্য বিশিষ্ট বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির করা হয়। ধর্মপুর ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ও ২,টি মাদ্রাসা সহ মোট ১০টি বিদ্যালয় ৪র্থ শ্রেণির মোট ১০০ জনকে বৃত্তির জন্যে মনোনীত করা হবে এবং তৎমধ্যে ৩০ জনকে মেধাবী চর্চা বৃত্তি প্রদান করা হবে সুবিধা বঞ্চিত গরীব মেধাবী ২০ জন শিক্ষার্থীদের উপ-বৃত্তিসহ বিনামূল্যে বই-খাতার ব্যবস্থা করার কথা সভায় তুলে ধরেন। আগামী ৩০ নভেম্বর ২০১৯ বিকাল ৪টা ধর্মপুর মডেল প্রাথমিক বিদ্যালয় হল সম্মানীত শিক্ষক মন্ডলী বৃত্তি পরীক্ষা-১৯ উপলক্ষে মতামত-করণী বিষয়াদি নিয়ে সভায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি