ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের জন্মবার্ষিকী উদযাপন

21

গত ১৮ নভেম্বর মহাসাড়ম্বরে বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ত্রয়োদশ সংঘরাজ, একুশে পদকে ভূষিত চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের ৯৮ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে অষ্টপরিস্কারসহ বৈকালিক সংঘদান, পটঠান পাঠ ও কেক কাটা হয়। বাংলাদেশ বৌদ্ধ সমিতির সার্বিক আয়োজনে নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার চত্বরে উপসংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে আশির্বাণী প্রদান করেন ড. জ্ঞানশ্রী মহাস্থবির।
উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন ড. জ্ঞানশ্রী মহাস্থবির ৯৮ তম জন্ম বার্ষিকী উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার বড়ুয়া দেবু। পট্ঠান পাঠ ও ধ্যান অনুশীলন পরিচালনা করেন বিদর্শনাচার্য ভদন্ত সত্যপাল মহাস্থবির অধ্যক্ষ গহিরা জেতবন বিহার। মঙ্গলাচরণ করেন শাসনজ্যোতি ভিক্ষু, পঞ্চশীল প্রার্থনা করেন শচীভূষণ বড়ুয়া। প্রদীপ প্রজ্বলন করেন পূজনীয় সংঘরাজ ও উপসংঘরাজবৃন্দ। সংঘরাজে জীবনে উপর আলোচনা করেন উপসংঘরাজ প্রিয়দর্শী মহাস্থবির, ভদন্ত শাসনানন্দ মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. জ্ঞানরতœ মহাস্থবির, বিশ্ব নাগরিক ড. ধর্মকীর্তি মহাস্থবির, সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব এম. বোধিমিত্র মহাস্থবির, উদযাপন পরিষদের সমন্বয়কারী সজীব বড়ুয়া ডায়মন্ড, কোষাধ্যক্ষ রনেল তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন্ম বার্ষিকী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ববি বড়ুয়া। সবশেষে বুদ্ধ কীর্তন পরিবেশন করেন কীর্তনীয়া নয়ন বড়ুয়া। অনুষ্ঠানে উদযাপন পরিষদ, বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বৌদ্ধ সমিতি যুব, বৌদ্ধ যুব পরিষদ, সীবলী সংসদ, আর্য্য সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।