ড. কামালের সংবাদ সম্মেলন আজ

43

গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। আজ শনিবার সকাল ১০ টায় রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বিকাল ৪ টায় সংবাদ সম্মেলন করবেন কামাল হোসেন।
গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে গত ৫ জানুয়ারি গণফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জেলার নেতারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছিলেন। আগামিকালের বৈঠকে জেলার নেতাদের দেওয়া মতামতগুলো নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা আলোচনা করে ভবিষ্যত করণীয় নির্ধারণ করবেন।
গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, ‘বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে গণফোরামের বিজয়ী দুই প্রার্থীর শপথ গ্রহণ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে’। খবর বাংলা ট্রিবিউনের
এর আগে গত ৫ জানুয়ারি শনিবার বর্ধিত সভা শেষে ড. কামাল হোসেন বলেন, ‘দলের নির্বাচিত দুই সদস্য সুলতান মো. মনসুর ও মোকাব্বির খান সংসদে যাওয়ার বিষয়ে তারা ইতিবাচক’। এর একদিন পর ৬ জানুয়ারি গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মুন্টু সাংবাদিকদের বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবেন না’।