ডোপিংয়ের ঘটনা আমার জীবনকে দুর্বিষহ করেছিলা

15

সম্ভব হলে ২০১৬ সালের অস্ট্রেলিয়া ওপেনের ঘটনাটা নিশ্চয়ই নিজের ক্যারিয়ারের অধ্যয় থেকে মুছে ফেলতে চাইতেন রাশিয়ান গø্যামার গার্ল মারিয়া শারাপোভা। টেনিস কোর্টে মারিয়া শারাপোভার যে সাফল্যই থাক, ডোপ পরীক্ষায় তার ব্যর্থ হওয়া নিয়েই হইচই হয়েছে সবচেয়ে বেশি। ২০১৬’র অস্ট্রেলিয়া ওপেনে রুশ টেনিস সুন্দরীর নমুনায় পাওয়া যায় নিষিদ্ধ মেলডোনিয়াম। আর তা নিয়ে গোটা বিশ্বই যেন নড়েচড়ে বসে। তার রক্তে নিষিদ্ধ মেলডোনিয়াম পাওয়ার ঘটনা প্রমাণ হলে তা জনসম্মুখে স্বীকারও করে নেন শারাপোভা। আর শারাপোভা ভুল স্বীকার করে নেওয়ায় শুরুতে তার ওপর দু’বছরের নিষেধাজ্ঞা আরোপ হলেও পরে অনিচ্ছাকৃত ভুলের জন্য কমিয়ে নিষেধাজ্ঞা করা হয় ১৫ মাস। অবসর গ্রহণের পর সেই দুর্বিষহ যন্ত্রণার সময় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন শারাপোভা। শারাপোভা বলেন, ‘সে দিন সকালে (৭ মার্চ, ২০১৬) ঘুম থেকে উঠে প্রথমেই মনে হলো, কোনো ম্যাচের জন্য তৈরি হচ্ছি আমি। কিন্তু আসলে তো তা নয়। জানতাম, এ বার আমাকে সবার সামনে গিয়ে বলতে হবে সত্যটা। এই সময়টায় নিজের বাবা-মা’কে পাশে পাওয়াটা তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল।