ডেমোক্রেটরা গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : ট্রাম্প

15

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অভিশংসন ভোটভুটিকে ডেমোক্রেটদের ‘ক্যুর উদ্যোগ’ আখ্যায়িত করে স্পিকার ন্যান্সি পেলোসিকে চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে ট্রাম্প অভিযোগ করেছেন, ডেমোক্রেটরা ‘আমেরিকার গণতন্ত্রের বিরুদ্ধে’ যুদ্ধ ঘোষণা করেছে। ব্যক্তিগত রাজনৈতিক লাভের জন্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেইনের ওপর অন্যায্য চাপ সৃষ্টি করেছিলেন, এমন অভিযোগে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে অভিশংসনের উদ্যোগ নিয়েছে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যরা। এতে ক্ষিপ্ত হয়ে পেলোসিকে ট্রাম্প ওই চিঠি লিখেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার প্রতিনিধি পরিষদে ট্রাম্পের অভিশংসনের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে। নিম্নকক্ষে ডেমোক্রেটদের প্রাধান্য থাকায় অভিশংসনের প্রস্তাব সহজেই পাশ হবে বলে ধারণা করা হচ্ছে। এই ভোটের ফলাফল পরিবর্তন হওয়ার তেমন কোন সম্ভাবনা না থাকায়, নিজের ছয় পাতার চিঠিতে ট্রাম্প এই প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র বিষোদ্বগার করেছেন এবং পেলোসির নিন্দা করেছেন। “আপনি ওই অত্যন্ত কুৎসিত শব্দ অভিশংসনের গুরুত্বকে সস্তা বানিয়ে ফেলেছেন,” চিঠিতে লিখেছেন তিনি।