ডেভিড ওয়ার্নারের ব্যাটে অস্ট্রেলিয়ার ২য় জয়

1

 

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট হাসছে না অনেকদিন ধরেই। এটা নিয়ে সমালোচনার শেষ নেই। অবশেষে ওয়ার্নারের ব্যাটে মিলল রানের দেখা। আর শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়াও জিতল ৭ উইকেটের বড় ব্যবধানেই। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান তুলে লঙ্কানরা। জবাবে খেলতে নেমে ডেভিড ওয়ানারের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ফিঞ্চ বাহিনী।
১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি অস্ট্রেলিয়া। পাওয়ার প্লের ছয় ওভারেই বিনা উইকেটে তুলে ৬৩ রান। মাত্র ২৩ বলে ৩৭ রান তুলে ফেরেন অ্যারন ফিঞ্চ। তৃতীয় উইকেটে জুটিতে স্টিভেন স্মিথ এবং ওয়ার্নার মিলে তোলেন ৫০ রান। এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর ৬৫ রানে আউট হন ওয়ার্নার। তার এই ইনিংসটি ১০টি চারে সাজানো।
২৮ রানে স্মিথ এবং ১৬ রানে অপরাজিত থাকেন স্টোনিস।