ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই : কাউন্সিলর মোরশেদ

23

 

ঘরের আঙ্গিনা, ফুলের টব, ফ্রিজের ট্রে, এয়ার কন্ডিশনের কম্প্রেসার, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পরিত্যক্ত ভবনে কয়েকদিনের জমানো পানি ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজনন ক্ষেত্র। তাই এসব জায়গায় অতি দ্রুততার সাথে জমানো পানি পরিষ্কার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। গত ৩০ জুলাই বিকালে ৮নং শুলকবহর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন উদ্বোধনকালে কাউন্সিলর মো. মোরশেদ আলম এসব কথা বলেন।
তিনি বলেন, এই মূহুর্তে করোনার সাথে সাথে ডেঙ্গুর প্রাদুর্ভাবে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এসময় মশক নিধনে লার্ভিসাইড ও এডাল্টিসাইড ঔষধ ছিটানো ও মাইকিং করা হয়। উপস্থিত ছিলেন চসিক ৮নং ওয়ার্ড পরিচ্ছন্নতা কর্মকর্তা আব্দুস সাত্তার রাসেল ও ৮নং ওয়ার্ড আরবান কমিউনিটি ভলান্টিয়ার সদস্যরা। বিজ্ঞপ্তি