ডেকোরেশন কর্মীদের পাশে মোস্তফা-হাকিম ফাউন্ডেশন

56

আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে রোববার সকালে নগরীর কর্মহীন ডেকোরেশন শ্রমিক ও বয়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ-বিষয়ে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম বলেন, করোনা ভাইরাসের লক ডাউনের কারণে নগরির বিভিন্ন কমিউনিটি হল ব্ন্ধ থাকার ফলে বিয়ে, মেজবান সহ যাবতীয় অনুষ্ঠান বন্ধ রয়েছে। তাই চট্টগ্রাম ডেকোরেশন সমিতির শ্রমিক ও বয়দের পরিবার অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে। এই সংকটকালীন সময় থেকে উত্তরণের জন্য ডেকোরেশন শ্রমিকদের ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।’ মনজুর আলম আরো বলেন এভাবে বিত্তবানরা এগিয়ে এলে এই দুর্দিনে কর্মহীন মানুষ না খেয়ে থাকবে না। এ সময় ডেকোরেশন মালিক সমিতির সভাপতি মো.সাহাবুদ্দিন, ও সাধারন সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল কর্মহীন এই দুঃসময়ে সাবেক মেয়র মনজুর আলমকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। উলে­খ্য, গত একমাস ধরে চট্টগ্রাম মহানগর সহ দেশের বিভিন্ন জায়গায় কর্মহীন খেটে খাওয়া মানুষের মাঝে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সারোয়ার আলম, সমাজ সেবক জসিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি