ডুবোচর টেলিফিল্ম একটি চমৎকার নির্মাণ: এমপি মিতা

12

সন্দ্বীপ প্রতিনিধি

সন্দ্বীপের ইতিহাসে এই প্রথম স›দ্বীপের প্রযোজনায় টেলিফিল্ম নির্মিত হয়েছে। ‘ডুবোচর’ টেলিফিল্ম একটি চমৎকার নির্মাণ। ৩ মে বিকেলে কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে ভোরের পাখি সাহিত্য মেলার আয়োজনে স›দ্বীপের জনপ্রিয় টেলিফিল্ম ‘ডুবোচর’ এর প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।
তিনি বলেন, অভিনেতা তানভীর আহমেদ রিফাত চমৎকার অভিনয় করেছেন। আমি আশা করছি ইউটিউবে প্রচার হলে স›দ্বীপের সর্বস্তরের মানুষ এটি দেখবে। গল্পটিতে জেলেরা যে দাদন নিয়ে কষ্টে আছে, স্থানীয় মাস্তানরা মাছ নিয়ে চলে আসে, আবার কোস্টগার্ড আইন অনুযায়ী জাল পুড়িয়ে ফেলে। কিন্তু একটা জাল বুনতে কতো খরচ এবং একটা জেলের কতো স্বপ্ন লুকিয়ে থাকে-সবই ধূলিস্যাৎ হয়ে যায়। আমার অনুরোধ থাকবে, যেহেতু গল্পটি জেলে স¤প্রদায়কে নিয়ে এটি জেলেপাড়াতে প্রদর্শনী দেওয়া হউক। তিনি আরো বলেন, স›দ্বীপে শিল্প-সাহিত্যের আরো উন্নয়ন হওয়া উচিত। এই টেলিফিল্মে যারা অভিনয় করেছে তারা কেউ সাংবাদিক, কেউ লেখক, কেউ শিক্ষক। এই পরিবারকে আরো সমৃদ্ধ করবে যদি আমরা পৃষ্ঠপোষকতা করি। আমি সন্দ্বীপের ব্যবসায়ী এবং সবাইকে আহŸান জানাবো- শিল্প সংস্কৃতির বিকাশ এবং তাদেরকে উৎসাহিত করার জন্য আপনারা পৃষ্ঠপোষকতা করুন। এই টেলিফিল্মে পৃষ্ঠপোষকতা করায় আমি রুপালী লাইফ ইনস্যুরেন্সকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা বলেন, পুরো টেলিফিল্মটি দেখে মনে হয়নি সন্দ্বীপে নির্মিত। এটি জাতীয় পর্যায়ের একটি নির্মাণ। সন্দ্বীপ যে শিল্প সাহিত্যে সমৃদ্ধ, তা এই ‘ডুবোচর’ টেলিফিল্ম এর মাধ্যমে প্রমাণিত হলো। উপজেলা পরিষদের একটি ভবন নির্মাণ করা হবে। ভবনে শিল্প সংস্কৃতি চর্চার জন্যে একটি রুম দেওয়া হবে। ভোরের পাখি সাহিত্য মেলার সভাপতি ইসমাইল হোসেন মনি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জেবুন্নেসা চৌধুরী জেসি, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। লেখক কাজী শামসুল আহসান খোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সন্দ্বীপের শিল্প-সাহিত্য অঙ্গনের গুণীজনরা, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, জেলে সম্প্রদায় এবং সর্বস্তরের জনগণ। ইসমাইল হোসেন মনি’র ‘আয় ফিরে আয়’ গল্প অবলম্বনে নির্মিত টেলিফিল্ম ‘ডুবোচর’ এর পরিচালক সাইফ রাব্বী বলেন, যারা প্রদর্শনী অনুষ্ঠানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সন্দ্বীপের মানুষ সংস্কৃতি এবং বিনোদন থেকে বঞ্চিত। এখানে কোন সিনেমা হল নেই। আমরা চাইলে প্রদর্শনী না দিয়ে ইউটিউবে প্রচার করতে পারতাম। কিন্তু বড় পর্দায় দেখার মজা আলাদা। অনেকদিন ধরে এই টেলিফিল্মটির জন্য অপেক্ষা করে আসছিলো লক্ষ লক্ষ মানুষ। প্রদর্শনীর মাধ্যমে এটি শুভ মুক্তি পেলো। টেলিফিল্মটি ইউটিউবে প্রচার করেছে নির্মাতা প্রতিষ্ঠান দ্বীপ এন্টারটেইনমেন্ট মিডিয়া গ্রæপ। তাদের অফিসিয়াল চ্যানেলে প্রচার হয়েছে।