ডি জি হোগার্থ এর চোখে মহানবী (স.)

7

পূর্বদেশ ডেস্ক

আপন আলোয় উজ্জ্বল প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তফা (স.)। তাঁর কর্ম ও জীবনদর্শন বিশ^জনীন। তাই তিনি বিশ^নবী (স.)।
ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও বিশ্বের অমুসলিম বিশিষ্টজনদের কাছেও তিনি শ্রদ্ধা ও সম্মানের পাত্র।
অমুসলিম অনেকেই তাঁকে মূল্যায়ন করেছেন নানা দৃষ্টিকোণে। কেমন ছিলেন প্রিয়নবী হযরত মোহাম্মদ (স.)? – এ প্রসঙ্গে ডি জি হোগার্থ এর মন্তব্য আজ তুলে ধরা হলো : গভীর অথবা তুচ্ছ, তাঁর দৈনন্দিন ব্যবহার এমন নিয়ম তৈরি করেছে যা আজকাল সচেতনভাবে লাখ লাখ মানুষ পালন করে।
মানবজাতির কোনো গোত্রের কাউকেই এমন সূ²ভাবে নিখুঁত মানুষ হিসেবে গণ্য করা হয়নি। খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতার আচরণ তাঁর অনুসারীদের সাধারণ জীবনকে পরিচালিত করেনি। অধিকন্তু, কোনো ধর্মের প্রতিষ্ঠাতাই মুসলিম বাণী প্রচারকের মতো এরকম একমাত্র খ্যাতি রেখে যায়নি।