ডিসি ফ্লাওয়ার পার্ক হবে আকর্ষণীয় পর্যটন স্পট

50

সীতাকুন্ড প্রতিনিধি

‘ফুলের মতন আপনি ফুটাও গান’ প্রতিপাদ্যে আগামী ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মত ফুল উৎসব উদযাপিত হবে। ৯ দিনব্যাপী এই ফুল উৎসব চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ ফুল উৎসব উপলক্ষে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সীতাকুন্ড ফৌজদারহাটস্থ ডিসি ফ্লাওয়ার পার্ক এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান উৎসবের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। জেলা প্রশাসক বলেন, ‘ফুল উৎসব নারী-পুরুষ, শিশু-কিশোর, যুব-বৃদ্ধ সকল বয়সী ও শ্রেণি-পেশার মানুষের চিত্ত বিনোদনের উদ্দেশ্যে সাজানো হচ্ছে। দেশি-বিদেশি শতাধিক প্রজাতির কয়েক লক্ষ ফুলের গাছ এখানে শোভা পাবে। এছাড়াও ফুলের পাশাপাশি এখানে কায়াকিং, সাম্পান, শিশুদের জন্য কিডস জোন ও আকাশে ঘুড়ি উড়ানোর ব্যবস্থা থাকবে। ফুল উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশাল আকৃতির দৃষ্টিনন্দন দুই দীঘির মাঝখানে নির্মাণ করা হয়েছে রাস্তা। অনুষ্ঠানস্থলের সামনের রাস্তাকে নতুন সাজে সাজানো হয়েছে। অনুষ্ঠানস্থলের পাশে বিনামূলো পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। সার্বিক নিরাপত্তার অংশ হিসাবে সম্পূর্ণ এলাকা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবক টিমও দায়িত্ব পালন করবেন। প্রতিবন্ধী শিশু-কিশোর ও এতিমদের ঘিরে থাকবে বিশেষ আয়োজন। ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং বয়োবৃদ্ধদের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা।’
তিনি আরও বলেন, ‘পাহাড় সমুদ্র ঘেরা অনন্য চট্টগ্রামকে ঘিরে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে আমরা বদ্ধপরিকর। একদিকে সমুদ্র অন্যদিকে মেরিন ড্রাইভ ঘিরে সরকারের এই ১৯৪ একর জায়গা নিয়ে মহাপরিকল্পনা করে একটি নান্দনিক আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত করা হবে। এ লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু রায়হান দোলন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকি হাসান, সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম প্রমুখ।