ডিপ্লোমা প্রকৌশলী ছাত্র শিক্ষকদের সমাবেশ

6

পেশা ও কারিকুলামগত বিরাজমান সমস্যা নিরসনে চার দফা বাস্তবায়নের দাবি ও পেশাগত পদবী নিয়ে আইইবি’র ষড়যন্ত্রের প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কাপ্তাই শাখার উদ্যোগে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে ডিপ্লোমা প্রকৌশলী পেশাজীবী ও ছাত্র শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। কাপ্তাই সাংগঠনিক জেলার আহব্বায়ক প্রকৌশলী আব্দুল আলীর সভাপতিত্বে ও জেলা আইডিইবি’র অর্থ সম্পাদক প্রকৌশলী আশীষ কুমার দত্তের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএসপিআই’র অধ্যক্ষ প্রকৌশলী আবদুল মতিন হাওলাদার। প্রধান বক্তা ছিলেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহব্বায়ক প্রকৌশলী মো. ফজলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, রেলওয়ে ডিপ্রকৌসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোবারক হোসেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব প্রকৌশলী মো. রফিকুজ্জামান, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী, জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমাম ফখরউদ্দিন রাজী, সহ-সভাপতি প্রকৌশলী মো. শওকত আলী ও প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস। বক্তব্য দেন জেলা আইডিইবি’র দপ্তর সম্পাদক প্রকৌশলী অমর জ্যোতি চাকমা, প্রচার সম্পাদক প্রকৌশলী কামরুল হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাদল বড়ুয়া, বিএসপিআই’র ইনস্ট্রাকটর প্রকৌশলী মানস বড়ুয়া, কেপিএম ডিপ্রকৌসের সদস্য প্রকৌশলী এনামুল কাউসার, বিউবো ডিপ্রকৌসের সদস্য প্রকৌশলী বিপ্লব বড়ুয়া, প্রকৌশলী আদেল হোসেন চৌধুরী, প্রকৌশলী শাহাদাত হোসেন, বিএসপিআই’র ছাত্র মো. খোকন প্রমুখ। বক্তারা আইইবি’র নির্বাহী কমিটির সভায় ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত পদবী পরিবর্তনের ষড়যন্ত্রমূলক বিষয়বস্তু অন্তর্ভুক্তির নিন্দা জানান এবং সংগ্রাম পরিষদ ঘোষিত চার দফা দাবি মেনে নেয়ার সরকারের প্রতি আহব্বান জানান। বিজ্ঞপ্তি