ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সময়ের মধ্যে সরকারের বিভিন্ন সেবা পাচ্ছে

57

বান্দরবানে নানা আয়োজেন ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুনরাই একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি শাখা) মো. শামীম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম। বিশেষ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দীন মো. হাসান আলী ও প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু। এদিকে আলোচনা সভায় বক্তরা বর্তমান সরকারের আমলে ডিজিটাল সেবার উন্নয়নের প্রংশসা করেন বলেন,বর্তমান সরকারের অগ্রণী ভূমিকার কারণে পার্বত্য অঞ্চলসহ সর্বত্র ডিজিটাল প্রযুক্তির উন্নয়নের ছোয়া লেগেছে।জনসাধারণ আজ ভোগান্তি ছাড়াই অনলাইনের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে সরকারের বিভিন্ন সেবা পাচ্ছে। বক্তরা আরোও বলেন, বাংলাদেশকে ডিজিাল বাংলাদেশে পরিণত করার লক্ষে বর্তমান সরকারের গৃহিত প্রদেক্ষপ গুলো পর্যায়ক্রমে বাস্তাবায়নের ফলে দেশ অনেক ্উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে, আগামীতে এর ধারা অব্যাহত থাকলে আধুনিক সেবার মান আরো উন্নত হবে।