ডা. সুশান্ত ও অশোক সীবলী জীবনজয়ী বন্ধু সম্মাননায় ভূষিত

4

 

সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমুখী সংগঠন সীবলী সংসদের অন্যতম প্রকল্প দেশের প্রতিথযশা খ্যাতিমান ব্যক্তিদের ফেলে আসা জীবনের কথা কাহিনী নিয়ে সীবলী জীবনজয়ী আড্ডার সূচনাপর্ব গত ১৫ অক্টোবর নগরীর জামালখানস্থ বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের পক্ষ থেকে আড্ডার সূচনাপর্বের মুখ্য অতিথি চট্টগ্রাম কোভিড আইসোলেশন সেন্টারের সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি চট্টগ্রামের সদস্যসচিব বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সুশান্ত বড়ুয়া ও আড্ডার সূচনাপর্বের পৃষ্ঠপোষক বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব অশোক বড়ুয়াকে সীবলী জীবনজয়ী বন্ধু সম্মাননায় অভিষিক্ত করা হয়। জীবনজয়ী আড্ডার উদ্যোক্তা সঞ্চালক সাংবাদিক বিপ্লব বড়ুয়া’র গ্রন্থনায় এতে সভাপতিত্ব করেন বিকাশ কান্তি বড়ুয়া। এই দুইজন দেশে মানবিক, সামাজিক ও সৃজনশীল কর্মে নিজেদের সর্বদা ব্যাপৃত রেখে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে চলেছেন। কর্মের স্বীকৃতি হিসেবে তাদের এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি