ডা. শাহাদাতের মুক্তি দাবি মহানগর মহিলা দলের

2

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কারাবন্দি ডা. শাহাদাত হোসেন ও মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, যুগ্ম সম্পাদক আখি সুলতানা, প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা, ফাতেমা কাজল, রিনা বেগম সহ গ্রেফতারকৃত ১৭ জন নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, সহ সভাপতি জেসমিনা খানম, সিনিয়র যুগ্ম সম্পাদক ছকিনা বেগম ও সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার লিজা।
১৮ এপ্রিল এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামে বিএনপির সমাবেশে পুলিশ হামলা চালিয়ে সভা পÐ করে উল্টো ডা.শাহাদাত হোসেন ও মনোয়ারা বেগম মনি সহ নিরাপরাধ নেতাকর্মীদের কারাগারে বন্দি করে রেখেছে। বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম, আবুল হাশেম বক্কর ও আবু সুফিয়ান সহ সিনিয়র নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। নেতৃবৃন্দ অবিলম্বে ডা.শাহাদাত হোসেন ও মনোয়ারা বেগম মনিসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। একইসাথে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলমসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। বিজ্ঞপ্তি