ডা. খাস্তগীর গার্লস স্কুলে ‘হলদে পাখি’ সম্মিলন

15

 

বাংলাদেশ গার্লগাইডস এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল এর আয়োজনে ৮ম আঞ্চলিক হলদে পাখি ঝাঁক অবকাশ নিরূপা দেওয়ানের সভপতিত্বে ডা. খাস্তগীর সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। গেস্ট অফ অনার ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর উপ সচিব, ডেপুটি জাতীয় গাইড কমিশনার সাবিনা ফেরদৌস। বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক শাখার ছয় থেকে দশ বছর বয়সের দেড়শত হলদে পাখি অংশগ্রহণ করে। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় গাইড কমিশনার প্রফেসর রীতা দত্ত। আলোচনায় প্রধান অতিথি এবং অতিথি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। এদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ-পাঠ্যক্রমে অংশগ্রহণ করে শিশুরা যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে পারে। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম শুরু করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন জেলা গাইড কমিশনার, আঞ্চলিক কমিটির সদস্য, যুবানেত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সিনিয়র ট্রেনার ইসরাত জাহান। বিজ্ঞপ্তি