ডা. আকাশ হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

55

চট্টগ্রাম মেডিকেল কলেজ’র তরুণ চিকিৎসক ডা. মোস্তফা মোর্শেদ আকাশের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মিতুর রিমান্ড মঞ্জুর ও মামলার অন্যান্য আসামীসহ মিতুর পরিবারের সদস্যদের আইনের আওতায় এনে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বরে গত ৩ ফেব্রুয়ারি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় চমেক চিকিৎসক পরিষদের পক্ষে বক্তব্য রাখেন, ডা. মারুফ, ডা. রাফি, ডা. ওয়াসিম, ডা. মামুন, ডা. আশরাফ, ডা. তাহফিজ, ডা. বহ্নি চক্রবর্ত্তী, ডা. আব্দুল মোমেন, ডা. সুবেন্দু প্রসাদ, ডা. বিউটি রানী, ডা. শায়লা প্রমুখ। সভায় বক্তারা বলেন, ডা. আকাশ ছিলেন প্রতিভাবান তরুণ চিকিৎসক। তিনি ছিলেন একাধারে চিকিৎসক ও শিক্ষক। ডাঃ আকাশকে হারিয়ে চিকিৎসক সমাজ, সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ মর্মাহত। বক্তারা ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। যাতে করে আর কোনো আকাশ কে যেন অকালে মৃত্যু বরণ করতে না হয়। এতে আকাশের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে তার ছোট ভাই ডাঃ মঞ্জুর মোর্শেদ অসিম তার বক্তব্যে প্রধানমন্ত্রীর কাছে সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের অনুরোধ জানান। বিজ্ঞপ্তি