ডায়াবেটিস সচেতনতা দিবস উদযাপিত

76

ডায়াবেটিস সচেতনতা দিবস ২০২০ উপলক্ষে সম্প্রতি চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে র‌্যালি, সুধী সমাবেশ ও আদর্শ ডায়াবেটিস রোগীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমিতির সহ-সভাপতি এস এম শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বী। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। স্বাগত বক্তব্যে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, ইনসুলিন যার দরকার, ইনসুলিন তার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হচ্ছে। ডায়াবেটিসের কারণ, নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন- বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা: এ,একে আজাদ খান এর আবেদনের প্রেক্ষিতে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ ই মার্চ হতে শিশু ডাযাবেটিস রোগীদের বিনামূল্য ইনসুলিন প্রদানের ব্যবস্থা করেছেন। প্রধান অতিথি চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বী ভাষার মাসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের ৬৭ ভাগ লোক মারা যাচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ষ্ট্রোক সহ বিভিন্ন অসংক্রামক রোগে। শুধুমাত্র সচেতন হয়ে, নিয়মিত হেঁটে, লাইফষ্টাইল পরিবর্তন পূর্বক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে ডায়াবেটিক শিশু রোগী এবং টাইপ ১ ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে ইনসুলিন প্রদানের সরকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমাদের কাছে সরকারী নির্দেশনা এসে গেছে। এজন্য তিনি চট্টগ্রাম ডায়াটেটিক হাসপাতালের সহযোগীতায় শিশু ডায়াবেটিস রোগীদের বিনমূল্য সেবা ও ইনসুলিন প্রদান করবেন। পরিশেষে তিনি বলেন, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের যে কোন প্রয়োজনে তিনি সার্বিক সহযোগীতা অব্যাহত রাখবেন। রোগী সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এনবিআর এর চেয়ারম্যান আবদুল মতিন সরকার, সহ-সভাপতি মিসেস আবিদা মোস্তফা, যুগ্ম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, কোষাধ্যক্ষ মোঃ সাহাবুদ্দিন, নির্বাহী সদস্য আলহাজ্ব এস এম জাফর, এডভোকেট জয়শান্ত বিকাশ বড়ুয়া, মোঃ রাকিবুল ইসলাম, এডভোকেট চন্দন কুমার তালুকদার, এডভোকেট আকতার হোসেন, মোঃ হাসান মুরাদ, হাসপাতালের এ্যাসিষ্টেন্ট ডাইরেক্টর ও পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি, আদর্শ রোগী এম. কামরুল ইসলাম এবং প্রফেসর ইউসুফ জালাল প্রমুখ । অনুষ্ঠানে বিপুল সংখ্যক জীবন সদস্য ও রোগী উপস্থিত ছিলেন। ২য় পর্বে পুষ্টিবিদ হাসিনা আকতার লিপির সঞ্চালনায় ১২ জন আদর্শ সচেতন ডায়াবেটিস রোগীকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য আদর্শ রোগী এম. কামরুল ইসলাম, প্রফেসর ইউসুফ জালাল, জয়নব বেগম, রিয়াজুল বাশার, আবুল কালাম আজাদ-কে হাসপাতালের পক্ষ থেকে সমিতির সাধারণ সম্পাদক সম্মাননা প্রদান করেন। বিজ্ঞপ্তি