ডায়াবেটিক মেলায় পুরস্কার বিতরণ

10

ডায়াবেটিক রোগীদের সচেতন করার লক্ষ্যে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে খুলশীস্থ হাসপাতাল মেলা প্রাঙ্গনে ১১তম বারের মত ডায়াবেটিক মেলার ২য় দিন চিত্রাংকন প্রতিযোগীতা, মেরিট এ্যাওয়ার্ড প্রদান ও পুরস্কার বিতরনী বিকাল ৫.৩০ ঘটিকায় সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ কে কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি কাউন্সিলর ওয়াসিম চৌধুরী বলেন, ডায়াবেটিক হাসপাতাল শিশুদের উন্নয়নে কাজ করছে এবং মেলা উপলক্ষে ডায়াবেটিক রোগীদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ডায়াবেটিক হাসপাতালে সেবার মান অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক উন্নত এবং মানসম্পন্ন।
তিনি আরো বলেন, এ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে চিত্রাংকন প্রতিযোগীতা শিশুদের মানসিক বিকাশ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং বর্তমান প্রজন্মের সন্তানদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। নির্বাহী সদস্য মো. শহীদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, কোষাধ্যক্ষ এএস,এম জাফর, নির্বাহী সদস্য মো. আলী চৌধুরী, এডিশনাল ডাইরেক্টর ডাঃ নওশাদ আজগার চৌধুরী। চিত্রাংকন প্রতিযোগীতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনষ্টিটিউট এর সহযোগী অধ্যাপক তাসলিমা আকতার বাঁধন। বিজ্ঞপ্তি