ডায়াবেটিক মেলার সমাপনী আয়োজন

65

ডায়াবেটিক রোগীদের সচেতন করার লক্ষ্যে ১০ম ডায়াবেটিক মেলা ২০২ চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে খুলশীস্থ ডায়াবেটিক জেনারেল হাসপাতাল মেলা প্রাঙ্গনে ”ডায়াবেটিক মেলার” ৩য়দিন শনিবার সকাল ১১.৩০ মিনিটে মেলার সমাপনী পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম,এ সালাম। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। স্বাগত বক্তব্যে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন- স্বাধীনতার মাস, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মাস। ইনসুলিন যার দরকার, ইনসুলিন তার অধিকার।” প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম,এ সালাম বলেন, ডায়াবেটিক হাসপাতাল এখন শুধুমাত্র ডায়াবেটিক রোগীদের হাসপাতাল নয়, ডায়াবেটিক এবং নন-ডায়াবেটিক রোগীদের সকল সেবায় পরিপূর্ণ একটি হাসপাতাল। নির্বাহী সদস্য হাসান মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য জাফর আহমেদ, সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ, নির্বাহী সদস্য আলহাজ্ব এস এম জাফর, এডভোকেট জয়শান্ত বিকাশ বড়ুয়া, এডভোকেট মোঃ আকতার হোসেন, মোঃ শহীদুল ইসলাম, হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডাঃ নওশাদ আজগার চৌধুরী এবং মেলা কো অর্ডিনেটর এবং পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি প্রমুখ। এ্যাসিষ্টেন্ট ডাইরেক্টর ও পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপির সঞ্চালনায় মেলায় অংশগ্রহণকারী সকল ষ্টল সমূহের মধ্যে সেরা ষ্টল হিসাবে ১ম স্থান ষ্কয়ার ফার্মাসিউটিক্যাল লিঃ, দ্বিতীয় স্থান এপিক হেলথকেয়ার লিঃ, তৃতীয় স্থান এরিষ্টোফার্মা লিঃ, চতুর্থ স্থান নিউজিল্যান্ড ডেইরী, পঞ্চম স্থান প্যাসিফিক ফার্মা, আকর্ষণীয় ডেকোরেশন ষ্টলের মধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, হেলথকেয়ার ফার্মা এবং বিশেষ পুরস্কার হিসাবে অপসোনিন ফার্মা লিঃ, পূর্নাভা লিঃ, হসপি ল্যাব এসেন্সিয়ালস লিঃ, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিঃ, এস এস ইন্টারন্যাশনাল কে সার্টিফিকেটসহ পুরষ্কার প্রদান করা হয় এবং মেলায় অংশগ্রহনকারী সকল ষ্টলকে শুভেচ্ছাসহ সার্টিফিকেট প্রদান করা হয়। সকাল ১০টায় কবিয়াল কংসরাজ দত্ত ভাউয়াল এবং সঞ্জয় ডায়াবেটিস সচেতনতামূলক কবিগান পরিবেশন করেন। মেলায় অবদানের স্বীকৃতি স্বরূপ হাসপাতালের তিনজন কর্মকর্তা-কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি