ডার্বি জিতল মিলান

5

 

মিলান ডার্বি যেন এসি মিলানের পতনেরও প্রমাণ। শেষ এক দেড় যুগ ধরেই ইউরোপীয় ফুটবলের দৃশ্যপটে নেই এক সময়ের শক্তিধর ইতালিয়ান দলটি।
তার প্রমাণ মিলত মিলান ডার্বিতে। ‘হোম’ নগর প্রতিদ্বন্দ্বী ইন্টারকে হারাতে বেশ কাঠখড় পোড়াতে হতো দলটির, অ্যাওয়ে হলে তো কথাই নেই।
সেই ইন্টারকেই এবার মিলান হারাল ‘তাদেরই’ মাঠে। অলিভিয়ের জিরুর জোড়া গোলে নগর প্রতিদ্ব›দ্বীদের ২-১ ব্যবধানে হারিয়ে জমিয়ে দিয়েছে শিরোপার লড়াই, পেয়েছে ১৬ বছরের পুরনো স্বাদও।
ইন্টার মিলান আর এসি মিলান, দুই দলই সান সিরোকে ব্যবহার করে নিজেদের ‘হোম’ হিসেবে। তাই মিলান ডার্বিতে কার্যত কোনো ‘অ্যাওয়ে’ দল থাকে না। তবে কাগজে কলমে ‘হোম’ দল কিছু বাড়তি সমর্থক পায় এই ম্যাচে। শনিবার রাতে যেটা পেল ইন্টার।