ডাবুয়া লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

68

রাউজান উপজেলার ডাবুয়া শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দু’দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে সম্প্রতি সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেবাশ্রমের প্রধান উপদেষ্টা প্রকৌশলী স্বপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন চাক্তাই শ্রীশ্রী লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় কৃষ্ণ দাশ মজুমদার। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন শ্রীমৎ স্বামী রণনাথ ব্রহ্মচারী মহারাজ। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল সরকার।
প্রধান বক্তা ছিলেন নাট্যজন ও ধর্মভাষক সুদর্শন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন মিলন কান্তি দাশ, আশুতোষ সরকার, স্বপন কুমার সাহা, সৌমিত্র চক্রবর্তী, অসীম কুমার সাহা, ধূতিমান আইচ, মিহির চক্রবর্তী, দিলীপ মহাজন, মানস তালুকদার, সমীর চক্রবর্তী, হারাধন চক্রবর্তী, অমূল্য রঞ্জন দে, ডা. সাধন শীল, বাবুল মজুমদার, সত্যগোপাল সরকার, বিদ্যুৎ মল্লিক প্রমুখ। সেবাশ্রমের সাধারণ সম্পাদক পংকজ চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সেবাশ্রমের সভাপতি শিবাশীষ চৌধুরী, সানু তালুকদার, সুকান্ত মজুমদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রানা সদাগর, মিন্টু সদাগর, অলক সদাগর, দেবাশীষ দত্ত, শ্যামল তালুকদার, শীতল শীল, এসএম বাবু, পান্না দে, মিলন চক্রবর্তী, রাজীব চক্রবর্তী, সত্যজিৎ মজুমদার, ওমকার চক্রবর্তী, জুয়েল সদাগর, মোহন দে, সুব্রত দে, তপন দে, বাদল দে, ইমন চক্রবর্তী, শুভ সদাগর, সনজীব দে, দেবাশীষ সদাগর, চন্দন ঘোষ, সুজন চক্রবর্তী, নিশাষ চক্রবর্তী, সুমন দাশ, বিজয় দাশ, প্রান্ত চক্রবর্তী প্রমুখ। ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পীবৃন্দ। ধর্মসভায় প্রধান অতিথি অজয় কৃষ্ণ দাশ মজুমদার বলেন, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মানবতার মূর্তপ্রতীক। তিনি মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। বর্তমান সময়ে যে অস্থিরতা, তা লোকনাথ বাবার জীবনাদর্শকে অনুসরণ করলে ঘোর অমানিশা কেটে যাবে। মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। বিজ্ঞপ্তি