ডাবুয়ায় অক্সিজেন সিলিন্ডার বিতরণ

18

রাউজান প্রতিনিধি

করোনার দু:সময়ে কেন্দ্র থেকে শুরু করে ইউনিট শাখা পর্যন্ত এ মানবিক সেবা কার্যক্রম শুধু বাড়তেই রয়েছে। আর এসব সেবাই সন্তুষ্ট হিন্দু বৌদ্ধ, খিস্টানরাও। এ সন্তুষ্টি থেকেই গাউছিয়া কমিটির রাউজান হযরত মুছা শাহ ইউনিট শাখার অক্সিজেন সেবা কার্যক্রমে সনাতন ধর্মের যুকদের অংশগ্রহন একটি বড় প্রমাণ। গত ১৮ সেপ্টেম্বর স্থানীয় তরুণ ও এলাকাবাসির সহযোগিতায় গাউছিয়া কমিটি হযরত মুছা শাহ ইউনিট শাখার বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন উপলক্ষে বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি রাউজান শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী। উদ্বোধক ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী। সভাপতি আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম বাদশা, মুহাম্মদ সেকান্দর আলী, নুরুল ইসলাম তালুকদার, আবু তাহের, মাওলানা আবু বকর, মাওলানা আবু তৈয়ব আনছারী, বখতেয়ার হোসেন, শাখার সহ সভাপতি শাহাজাদা মাসুদ পারভেজ শাহ, মুহাম্মদ মামুন, মো. উমায়ের, মো. রাসেল, হৃদয় দাশ, মো. তানভির হাসান, মো. মোদাচ্ছের হোসেন, মো. আব্দুল মোমিন, মো. মোনতাসির, আবুল কালাম, মো. সাজিব, মো. সাইফুল ইসলাম, সাকিব, মোহাম্মদ আলী প্রমুখ। সভায় গাউছিয়া কমিটি ২নং ডাবুয়া ইউনিয়ন কার্যালয় ও মেসার্স শাহ লতিপ ফার্মেসী থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা নেওয়ার জন্য আহবান জানানো হয়।