ডাক্তার নুরুল হুদা মজুমদার স্মরণসভা

76

বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদের যুগ্ম মহাসচিব মো. কুতুব উদ্দিনের পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা চিকিৎসক মরহুম ডা. নুরুল হুদা মজুমদারের স্মরণে এক আলোচনা সভা বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদের উদ্যোগে ১৩ জানুয়ারি রবিবার সন্ধ্যায় নগরীর হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যকরি সভাপতি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সাবেক সদস্য অধ্যক্ষ ডা. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের সভাপতি এস. এম. সিরাজদ্দৌলা। দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব সালেহ আহমেদ সুলেমান, মরহুমের পুত্র মো. কুতুব উদ্দিন, অধ্যাপিকা শামিমা আফরোজ, মাওলানা এনামুল হক সিকদার, ইঞ্জিনিয়ার এনামুল বাকী, মিটুল দাশগুপ্ত, মোহাম্মদ ফরিদ, কাজী গোলাম রহমান, শেখ আহম্মদ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, মরহুম ডা. নুরুল হুদা মজুমদার ছিলেন একজন নির্লোভ ব্যক্তি। তিনি দীর্ঘ দিন বাংলাদেশ রেলওয়েতে চাকরিরত অবস্থায় অত্যন্ত সততার সাথে তাঁর কর্মজীবন অতিবাহিত করেছেন। তিনি চাকরি থেকে অবসর গ্রহণের পর তাঁর নিজ এলাকার মানুষকে চিকিৎসা সেবা দেয়ার উদ্দেশ্যে হোমিওপ্যাথি চিকিৎসায় মনোনিবেশ করেন। তিনি তাঁর প্রত্যেক সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন এবং প্রায় সময় তিনি সমাজের হতদরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান করতেন। বিজ্ঞপ্তি