ডাউনটাউন রোটারী ক্লাবের বার্ষিক সভা

59

রোটারী ক্লাব অব চিটাগাং ডাউনটাউনের বার্ষিক সভা নগরীর সিএসসিআর কনফারেন্স রুমে রোটারিয়ান ড. এডভোকেট মঈন উদ্দিন আহমেদের সভাপতিত্বে গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সভাপতির অনুমতিক্রমে আগামী সভাপতি রোটারিয়ান পিপি. এ. কে. আজাদ তাঁর বোর্ড অব ডিরেক্টরস ২০১৯-২০ উপস্থাপন করেন। তিনি তাঁর বোর্ড অনুমোদনের জন্য উপস্থিত সকল সদস্যদের কাছে প্রস্তাব করেন। ক্লাব কর্মকর্তারা তার প্রস্তাবিত বোর্ডকে স্বাগত জানান। ২০১৯-২০ এর ডিস্ট্রিক্ট গভর্নর লে. কর্নেল (অব.) প্রিন্সিপাল আতিউর রহমান পীরের কাছে বোর্ডটি সাধারণ সভায় অনুমোদন পাওয়ার পর প্রেরণ করা হবে বলে জানান তিনি। এই বোর্ডে রোটারিয়ান পিপি. এ. কে. আজাদকে সভাপতি, আই.পি.পি ড. মঈন উদ্দিন আহমেদকে প্রেসিডেন্ট, সৈয়দ দিদারুল আলমকে ভাইস প্রেসিডেন্ট, মো. জাহেদুল ইসলাম মজুমদার ও মো. ফারহাদুল ইসলামকে ক্লাব সেক্রেটারি, মোহাম্মদ শাহকে জয়েন্ট সেক্রেটারি, প্রফেসর ডক্টর ওয়াজির আহমেদকে ক্লাব ট্রেইনার, পিপি অরিন্দম বিশ্বাসকে ক্লাব ট্রেজারার হিসেবে নাম প্রস্তাব করেন। ছয় সদস্যের পরিচালনা পর্ষদে রয়েছে ডিরেক্টর ক্লাব এডমিন পিপি নিখিল রঞ্জন দাশ, ডিরেক্টর কমিনিউটি পিপি মজিবুর রহমান, ডিরেক্টর ভোকেশনাল সার্ভিস রোটারিয়ান পিপি আফতাব উদ্দিন সিদ্দিক, ডিরেক্টর পাবলিক রিলেশনস রোটারিয়ান পিপি মাজহার হোসেন, ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস রোটারিয়ান পিপি মো. আলমগীর চৌধুরী ও ডিরেক্টর ইউথ সার্ভিস রোটারিয়ান পিপি হাসিব এম শক্কুর। এছাড়াও তিনি পাঁচ সদস্যের স্ট্যান্ডিং কমিটির নাম প্রস্তাব করেন। যার মধ্যে রয়েছে ক্লাব এডমিনিস্ট্রেশন রোটারিয়ান পিপি মো. আজফার আলী, মেম্বারশীপ ডেভলপমেন্ট রোটারিয়ান পিপি প্রফেসর ডক্টর সৈয়দ মাহফুজুল হক, সার্ভিস প্রজেক্ট রোটারিয়ান পিপি মো. অশিক ভূঁইয়া, পাবলিক রিলেশন রোটারিয়ান পিপি রেজাউল করিম চৌধুরী ও রোটারী ফাউন্ডেশন রোটারিয়ান পিপি সুলতানা। বিজ্ঞপ্তি