ডলফিন আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে মেয়র সুশৃঙ্খল সমাজ গড়তে সহায়ক

101

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল। সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে মানুষের জীবনে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। বৈরি সম্পর্কের দুটি দেশও সব বিভেদ ভুলে খেলার মাঠে একে অপরের প্রতি খেলোয়াড় সুলভ মনোভাব প্রদর্শন করেন। তিনি বলেন, ডলফিনের এ আয়োজন সর্বস্তরের মানুষকে নিঃসন্দেহে আনন্দ দেবে, অনুপ্রাণিত করবে। এমন আয়োজনের জন্য মেয়র ডলফিনের কর্মকর্তা ও সদস্যদের প্রশংসা করেন।
নগরীর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের মুহুুরীপাড়া ডলফিন ক্লাব আয়োজিত দিবা-রাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাঠে প্রবেশ করে।
গত শুক্রবার বিকালে ডলফিন ক্লাব সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক শাকিলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, মহিলা কাউন্সিলর ফারহানা জাবেদ, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ উল্লাহ, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সমাজ সেবক সৈয়দ আচরা উল্লাহ, বেলায়েত হোসেন, ডলফিন ক্লাব উপদেষ্টা চেয়ারম্যান আবুল কালাম, উপদেষ্টা সচিব আবু নাসের, উপদেষ্টা জহুরুল হক, এডভোকেট মো. আলম, মো. আকবর হোসাইন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, সহ সভাপতি দিদারুল ইসলাম, আনিসুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহŸায়ক সাহেদ, সদস্য বারেক, তুষার রনি, তারেক, সম্রাট, টিপু, শান্ত, জাহেদ, দেলোয়ার, আরিফ টিপু, মঈন উদ্দিন, দিদার, রাব্বী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি ইউসুফ চৌধুরী বাবু এবং টুর্নামেন্ট কমিটির সচিব মুকিবুর রহমান রোমান উপস্থিত সবাইকে ধন্যবাদ প্রদান করেন।
পরে সন্ধ্যা সাড়ে ৬ টায় আল মসজিদুল মুনির সমাজ উন্নয়ন পরিষদ বনাম আবদুর রহমান স্মৃতি সংসদ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে আল মসজিদুল মুনির সমাজ উন্নয়ন পরিষদ ৩-১ গোলে জয় লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ হন তানভীর ।
পরের ম্যাচে ইসমাইল স্মৃতি সংসদ এর বিপক্ষে দাইয়া পাড়া একাদশ ৫-০ গোলে জয়লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ হন সানজিদ।