ডব্লিউ ওয়াট’র চোখে মহানবী (স.)

23

পূর্বদেশ ডেস্ক

আপন আলোয় উজ্জ্বল প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তফা (স.)। তাঁর কর্ম ও জীবনদর্শন বিশ্বজনীন। তাই তিনি বিশ্বনবী (স.)। ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও বিশ্বের অমুসলিম বিশিষ্টজনদের কাছেও তিনি শ্রদ্ধা ও সম্মানের পাত্র। অমুসলিম অনেকেই তাঁকে মূল্যায়ন করেছেন নানা দৃষ্টিকোণে। কেমন ছিলেন প্রিয়নবী হযরত মোহাম্মদ (স.)-এ প্রসঙ্গে ডব্লিউ মন্টগোমারি ওয়াট এর মন্তব্য আজ তুলে ধরা হলো:
‘তাঁর বিশ্বাসের জন্য উৎপীড়ন সহ্য করার প্রস্তুতি, যারা তাঁকে বিশ্বাস করতেন এবং নেতা হিসেবে দেখতেন সেই মানুষদের উচ্চ নৈতিক চরিত্র এবং তাঁর চূড়ান্ত অর্জনের মাহাত্ম্য-এ সবকিছুই তাঁর মৌলিক সততাকে সমর্থন করে। মোহাম্মদ (স.) কে নেতিবাচক দৃষ্টিকোণে মনে করলে অনেক সমস্যার সৃষ্টি হয় যা এটি সমাধান করে। অধিকন্তু, ইতিহাসের কোনো বড় ব্যক্তিত্বই পশ্চিমে মোহাম্মদ (স.) এর মতো এত দুর্বলভাবে প্রশংসিত হয়নি…এভাবে মোহাম্মদ (স.) কে আমাদের অবশ্যই শুধু প্রয়োজনীয় সততা এবং উদ্দেশ্যের একাগ্রতার জন্য কৃতিত্ব দিলেই চলবে না, যদি আমাদের তাঁকে আদৌ বুঝতে হয়; যদি আমাদের অতীত থেকে যে ভুল অর্জন করেছি তা শোধরাতে হয়, তাহলে আমাদের চূড়ান্ত প্রমাণ ভুললে চলবে না; যা হলো আপাতগ্রাহ্যতা প্রদর্শনের চেয়ে অধিকতর দৃঢ় প্রয়োজনীয়তা এবং এটি অর্জন করতে হবে শুধু কাঠিন্যের সাথেই।