ডব্লিউটিএন এর কমিটি গঠন

15

 

হোটেল আগ্রাবাদের মালিক এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম হাকিম আলীর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ চ্যাপ্টার অব ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক (ডব্লিউটিএন) বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক বিশ্বব্যাপী ক্ষুদ্র ও মাঝারি আকারের ভ্রমণ ও পর্যটন ব্যবসার দীর্ঘদিনের কণ্ঠস্বর। এটি স্টেকহোল্ডারদের চাহিদা এবং আকাক্সক্ষাকে সামনে নিয়ে আসে। আঞ্চলিক এবং বৈশ্বিক প্ল্যাটফর্মে বেসরকারি ও সরকারি খাতের সদস্যদের একত্রিত করে। ডব্লিউটিএন তার সদস্যদের প্রধান পর্যটন সভায় কথা বলার সুযোগও করে দেয়। ডব্লিউটিএন ১২০টিরও বেশি দেশে তার সদস্যদের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্কিং প্রদান করে।
‘ট্যুরিজম হিরো’ অ্যাওয়ার্ড তাদের স্বীকৃতি দেয় যারা ভ্রমণ এবং পর্যটন সম্প্রদায়ের জন্য কাজ করে কিন্তু উপেক্ষিত থাকে।
বাংলাদেশ চ্যাপ্টার কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি এমএন করিম, মেহেদী আমিন, মহাসচিব সৈয়দ গোলাম কাদির, যুগ্ম মহাসচিব তসলিম আমিন শোভন, পরিচালক সৈয়দ গোলাম মোহাম্মদ, সৈয়দ মাহবুবুল ইসলাম, আবদুল্লাহ আল কাফি, মোহাম্মদ ইরাদ আলী, নজরুল ইসলাম, আহমেদ হোসেন, আরিফুল হক, সোহেল মজিদ। ডব্লিউটিএন এখন বিশ্বের ১২০টি দেশে ছড়িয়ে পড়েছে। সদর দপ্তর যুক্তরাষ্ট্রের হনলুলুতে। বিজ্ঞপ্তি