ডবলমুরিং ডেইরি ফার্মার্স এসো’র মতবিনিময় সভা

51

গত ৭ ডিসেম্বর শনিবার ডবলমুরিং থানা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে সকাল ১০ঘটিকায় ডবলমুরিং থানা ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এম এ ওয়াহিদ জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন। সভায় খামারীরা স্বতঃস্ফুর্তভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্বাবনার বিষয় নিয়ে আলোকপাত করেন। এতে এল এস ডি রোগ বিষয়ের উপর বিশদভাবে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: মোতাহার হোসেন। প্রধান অতিথি এল.এস.ডি খামার ব্যবস্থাপনা, ব্রিডিং সংক্রান্ত বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে বলেন, চট্টগ্রামের খামারীরা ঐক্যবদ্ধভাবে এবং সচেতনতার সাথে কাজ করলে এই খাতে বৈপ্লবিক উন্নয়ন সম্ভব। তিনি প্রশ্নোত্তর পর্বে খামারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল বলেন, ‘খামারীদের উন্নয়ন, দেশ ও জাতির উন্নয়ন’। তিনি এসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে খামারীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রিয়াজুল হক, থানা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসি আকতার, বিভাগীয় ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসাইন ও নাজিম উদ্দীন হায়দার, সাংগঠনিক সম্পাদক মালিক মো. ওমর প্রমুখ। বিজ্ঞপ্তি