ডকুমেন্টারি ‘সিআরবির ক্রন্দন’ প্রকাশিত

7

সিআরবি ও তৎসংলগ্ন এলাকায় প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে কথাসাহিত্যিক ও লেখক মো. দিদারুল আলমের পরিচালনা ও নির্দেশনায় নির্মিত ডকুমেন্টারি দেখা যাচ্ছে ইউটিউব ও ফেসবুক পেইজে। ডকুমেন্টারিতে চট্টগ্রাম নাগরিক সমাজের আহŸায়ক সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, পরিবেশকর্মী ও বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, চট্টগ্রাম নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলসহ বিশিষ্টজনদের সাক্ষাৎকার নেয়া হয়েছে। ডকুমেন্টারিতে প্রাকৃতিক পরিবেশ হিসেবে সিআরবির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়েছে, যাতে মানুষ এর গুরুত্ব অনুধাবন করতে পারে। বিজ্ঞপ্তি