ঠাকুর দোষ নিওনা

26

 

মরিচীকা ছায়া বসুন্ধরার মায়া
মানুষে মানুষে হিংসে বিদ্বেষ দ্বন্দ্ব স্বার্থে অন্ধ

ঠাকুর দোষ নিওনা চোখে দেখাটা বলতে মানা
এইতো আছি বেশ
স্বাস্থ্যবিধি মেনে নিজগৃহে পরবাসী

কেউ দেখে না পাঁজর ভেঙে যায়
কেউ বুঝে না হৃদয় পুড়ে ছাই

তবুও ছুটে চলেছি অজানায় – কি যেনো পাবার আশায়

দেখছি এক, বলছি আরেক
ঠাকুর দোষ নিওনা সত্যহীন মিথ্যের অভিনয়
রাত্রিদিন ঘুরছি তোমার দুনিয়ায়।