ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি

29

কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুবর্ণ এক্সপ্রেসসহ যাত্রীবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে বলে যে তথ্য ছড়িয়ে পড়ছে তা সঠিক নয় বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ। গতকাল রবিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।
নাসির উদ্দিন আহমেদ বলেন, মন্ত্রণালয় থেকে ট্রেন চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এ ধরনের সিদ্ধান্তের বিষয়ে আলোচনাও হয়নি।
কয়েকদিন ধরে ফেসবুকসহ কয়েকটি ভুঁইফোড় অনলাইন পোর্টালে সুবর্ণ এক্সপ্রেসসহ যাত্রীবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে এবং শিগগিরই চালু হচ্ছে বলে সংবাদ দেওয়া হয়। এসব তথ্য ফেসবুক ভিত্তিক রেলওয়ের বিভিন্ন গ্রূপ ও পেইজে শেয়ারও দেওয়া হয়। খবর বাংলানিউজের
রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান এসব গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ফেসবুকে ভেসে বেড়ানো সব তথ্যই সঠিক নয়। তাই সঠিক তথ্য জেনে শেয়ার দেওয়া উচিত।
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনসহ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত আসেনি। এ ধরনের সিদ্ধান্ত হলে সাধারণত আমাদের চিঠি দিয়ে জানায়। রবিবার সন্ধ্যা পর্যন্ত ট্রেন চালুর বিষয়ে কোনো চিঠি পাইনি।