ট্রেনের টিকেট নিয়ে ব্ল্যাকমেইলিং

27

চট্টগ্রাম রেলস্টেশনের টিকেট কাউন্টারে টিকেটের চাহিদা বাড়লে হঠাৎ করে বলা হয় টিকেট শেষ। কিন্তু দুই এক শত টাকা বেশি দিলেই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো টিকেট হাজির হয়ে যায়! একদিন চট্টগ্রাম রেলস্টেশনের টিকেট কাউন্টারে ঢাকার টিকেট চাইলে বলে সিট বুকিং শেষ। তারপর এক যাত্রী আমার দেড় ঘণ্টা পর এসে সিট বরাদ্দ পেলে জানতে পারি তিনি কিছু টাকা বেশি দিয়েছেন। এই একই ধরনের ঘটনা বাংলাদেশ বিভিন্ন রেলস্টেশনে অহরহই ঘটে থাকে। যাত্রিদের যাতে ট্রেনের টিকেট কিনতে ব্ল্যাকমেইলিংয়ের শিকার না হতে হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাইফুর রহমান
সাতকানিয়া, চট্টগ্রাম।