ট্রাম্প প্রশাসনের সঙ্গে গোপন আলোচনা স্বীকারোক্তি মাদুরোর

38

ভেনেজুলেয়ার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্বীকার করেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার দেশের শীর্ষ কর্মকর্তাদের গোপন আলোচনা হয়েছে। দেশের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি তার পতনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন আলাপ চালিয়ে যাচ্ছেন; এমন খবর সামনে আসার পর এই স্বীকারোক্তি দিলেন মাদুরো। তবে তিনি দাবি করেছেন, তার নির্দেশনা মেনেই ওই গোপন আলোচনা হয়েছে। মঙ্গলবার রাতে টেলিভিশন ভাষণে ভেনেজুয়েলার এই নেতা বলেন, ‘আমি নিশ্চিত করছি যে আমার নির্দেশনা ও মতামত নিয়ে কয়েক মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন ও আমাদের সরকারের মধ্যে যোগাযোগ হয়েছে।’ মাদুরো আরও বলেন, ‘বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন যোগাযোগ হয়েছে।’
নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। এক ভিডিও বার্তায় আকস্মিক অভ্যুত্থানের ঘোষণা দেন গুইদো। ভিডিওতে তার সঙ্গে বেশ কয়েকজন সামরিক সদস্যকেও দেখা যায়। এই অভ্যুত্থানে সমর্থন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। পরে ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের দাবি করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, ভেনেজুয়েলা কখনোই সাম্রাজ্যবাদী শক্তির কাছে নত হবে না। তখন থেকে এই বিষয়টি নিয়ে বিরোধ চলছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে।