ট্রাম্পবিরোধী ‘নারী মিছিল’-এ সরব মুসলিমরাও

49

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিত ‘নারী পদযাত্রা’য় অংশ নিয়েছিলেন মুসলিম নারীরাও। হোয়াইট হাউস থেকে সামান্য দূরত্বে অবস্থান করেই ট্রাম্পবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে গেছেন তারা। মুসলিমবিদ্বেষী বক্তব্য বন্ধ করতে ট্রাম্পের প্রতি আহব্বান জানিয়েছেন মুসলিম নারীরা। যুক্তরাষ্ট্রে আরব, মুসলিম, আফ্রিকান আমেরিকানসহ সকল প্রান্তিক গোষ্ঠীর অধিকারের সুরক্ষা নিশ্চিতের দাবিও জোরালো হয়েছে তাদের কণ্ঠে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।
২০১৭ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিনের মাথায় যুক্তরাষ্ট্রের রাজপথ সরব হয়েছিল নারীদের প্রতিবাদী মিছিলে। ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই লাখ নারীর সেই মিছিল থেকে ট্রাম্পকে দেওয়া হয়েছিল প্রত্যাখ্যানের বার্তা। ২০১৮ সালেও একইভাবে নেমেছিলেন নারীরা। ঘটনার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১৯ জানুয়ারি আবারও নারীর কণ্ঠস্বরে সরব হয় সে দেশের রাজপথ। বছরের শেষের দিকে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছিল নারীদের। সেই সাফল্য উদযাপন এবারের মিছিলের অন্যতম লক্ষ্য। তবে সবথেকে বড় টার্গেট ২০২০ সালের নির্বাচন।
প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে চায় নারীরা। প্রভাবিত করতে চায় রাষ্ট্রীয় ক্ষমতার নীতিগত সিদ্ধান্তকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হওয়া ওই ‘নারী পদযাত্রা’য় সংহতি জানিয়েছিলেন মুসলিম নারীরাও।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, উজ্জ্বল নীল রঙের হিজাব পরে মুসলিম নারীরা বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করেন। হোয়াইট হাউস থেকে সামান্য দূরত্বে থেকেই ব্ল্যাক লাইভস ম্যাটার-এর প্রতি সমর্থন, শরণার্থী ও গণতন্ত্রের সুরক্ষা ও ট্রাম্পের পতন চেয়ে স্লোগান দিচ্ছিলেন তারা। বলছিলেন, ‘ফিলিস্তিন থেকে মেক্সিকো, সবগুলো দেয়াল পেরিয়ে যেতে হবে।’
‘নারী পদযাত্রা’য় মুসলিম বিক্ষোভকারীদের উপস্থিতি আলাদা করে অনেকেরই দৃষ্টি কেড়েছে। সহ-বিক্ষোভকারীরা প্রশংসা করেছেন তাদের। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স (সিএআইআর) এর ব্যবস্থাপক জিনান শাবাত বিক্ষোভকারীদের দৃঢ়তার প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘এখানে একে অপরকে যেভাবে সমর্থন দিচ্ছে তা খুবই দারুণ। এ প্রশাসন দুই বছর ধরে আমাদেরকে বিভাজিত করার চেষ্টা করছে। আমি মনে করি প্রতি বছর আমরা আরও বেশি শক্তিশালী রূপে হাজির হতে পারব।’ শাবাত জানান, বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর ট্রাম্প ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করায় মুসলিম নারীদের মধ্যে ক্ষোভ রয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেকে এসব দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছেন না। তাছাড়া মুসলিমদের নিয়ে ট্রাম্পের বিদ্বেষমূলক বক্তব্যও মুসলিমদের মনে আঘাত দিয়েছে।
শাবাত বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট যদি বিদ্বেষমূলক বক্তব্য চালিয়ে যেতে থাকেন, তবে মুসলিমরা হবে এর প্রধান বলি।’ ফিলিস্তিনি কুফিয়ে (সাদা কালো চেকের স্কার্ফ) পরা তরুণী রাওদা চাকের মেগাফোনের মাধ্যমে স্লোগান দিচ্ছিলেন। জানান, যুক্তরাষ্ট্রে থাকা আরব, মুসলিম, আফ্রিকান আমেরিকানসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের সুরক্ষার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন তিনি।মিডল ইস্ট আইকে রাওদা বলেন, ‘তারা সবাই পারস্পরিকভাবে সম্পর্কিত, কারণ এসব জনগোষ্ঠীর সবাই একই প্রেসিডেন্টের দমন-পীড়নের শিকার হচ্ছেন। সরকার তাদের সবাইকে দমন করছে। এদেশে তাদের অধিকারের সুরক্ষা দরকার।’
যুদ্ধবিরোধী নারী সংগঠন কোড পিংকের সদস্যরাও শনিবারের বিক্ষোভে যোগ দিয়েছিলেন। তারা ট্রাম্পকে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসার আহব্বান জানান। কোড পিংকের সহ প্রতিষ্ঠাতা মেডিয়া বেঞ্জামিন বলেন, বিদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের বিরোধিতা করাটাও একটি নারী ইস্যু। কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘যুদ্ধে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়। পুরুষ সদস্যরা যুদ্ধে গেলে নারীদেরকেই পরিবার সামলাতে হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে সামরিক খাতে বরাদ্দ বেশি দেওয়ার কারণে স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা খাতে বরাদ্দ কমে যায়। এক্ষেত্রে নারীদেরকে বেশি ভুক্তভোগী হতে হয়।’