ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে

14

রাঙামাটি : রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার সকালে শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা প্রশাসন ও বিআরটিএ রাঙামাটি সার্কেলের আয়োজনে শহরের হ্যাপীর মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ দিবসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, সহকারী কমিশনার বিজয় কুমার জোয়ার্দার, বিআরটিএ ইন্সপেক্টর আতিকুর রহমান, রাঙামাটি মোটরযান পরিদর্শক কামাল আহমেদ, রাঙামাটি অটো রিক্সা চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদার, ট্রাক-শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। সরকার সড়ক পরিবহন ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদার করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। নারী, শিশু, প্রতিবন্ধি ও বয়স্কদের গণপরিবহনে যাতায়াত নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের প্রতি আহŸান জানান।

মিরসরাই : ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। শনিবার (২২ অক্টোবর) সকালে জোরারগঞ্জ হাইওয়ে থানা প্রাঙ্গণ থেকে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের চৌধুরীহাট বাজার প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মামুন মিয়া, এসআই কামরুল আলম, এএসআই নেয়ামত উল্ল্যাহ, গোলাম রব্বানীসহ থানার অন্যান্য পুলিশ সদস্য, কমিউনিটি পুলিশের সদস্য এবং বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

লোহাগাড়া : ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি’ এ শ্লোগানে লোহাগাড়ায় ‘নিরাপদ সড়ক চাই’ লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ অক্টোবর, শনিবার সকালে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের চৌধুরী প্লাজার মাঠ থেকে এ উপলক্ষে একটি র‌্যালি শুরু হয়ে উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়।
নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মুজাহিদ হোসাইন সাগরের নেতৃত্বে আয়োজিত র‌্যালিতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহিম কবির। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আধুনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, নিসচা’র যুগ্ম সম্পাদক সাত্তার সিকদার।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন বাচ্চু, নিসচা’র সহ-সভাপতি ডা. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম. আবদুল্লাহ বাবলু, প্রচার সম্পাদক এম.এইচ রাব্বি, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক কাইছার হামিদ, সাংস্কৃতিক সম্পাদক দিদারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সোহাগ মিয়া, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম তালুকদার, নাজিম উদ্দীন নিয়াজ, ব্যাংকার নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, কবি সোলাইমান, এম.এ লতিফ, ফাহাদ ইবনে হাশেম, ভিক্ষু উপায়ন বড়ুয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী বুলবুল আক্তার, নারী সংগঠক কবি সাইফুন্নেছা ঝুমুর, তরুণ সংগঠক আরিয়ান মামুনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে দেশের সড়ক-মহাসড়কগুলোতে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়কে দুর্ঘটনায় আমাদেরই আপনজনকে হারাতে হচ্ছে। একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সারাজীবনের কান্না হয়ে দাঁড়াচ্ছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালক সহযোগীদের দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহবান জানান।