ট্রাক্টর ও ঘেরা জাল জব্দ

7

হালদা নদীর পাড় কেটে মাটি উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামসহ একটি ট্রাক্টর ও ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত ট্রাক্টরটি অকেজো করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হালদার সাত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন।তিনি জানান, প্রজনন মৌসুমকে সামনে রেখে স্পিডবোটে করে নদীতে অভিযানকালে দূর থেকে নদীর পাড়ে ট্রাক দেখে সন্দেহ হলে তারা সেখানে যান। বোট আসতে দেখে মাটি কাটায় জড়িতরা ট্রাক্টর ও সরঞ্জাম ফেলে পালিয়ে যান। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি জানান, কাটা অংশ দেখে বোঝা যাচ্ছে দীর্ঘদিন ধরে নদীর পাড় থেকে মাটি কাটা হচ্ছে। নিয়মিত মাটি কাটা, হালদার জন্য অত্যন্ত ক্ষতিকর।
প্রসঙ্গত, এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের শুরু পর্যন্ত বজ্রসহ বৃষ্টি এবং পাহাড়ি ঢল নামলে অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে জোয়ার ও ভাটার সময়ে হালদা নদীতে নিষিক্ত ডিম ছাড়ে কার্প জাতীয় মা-মাছ। তাই মা-মাছ শিকারের জন্য মৎস্য শিকারীরা অনকেটা বেপরোয়া হয়ে উঠেছে।