টোঙ্গায় সুনামি: ব্রিটিশ নারী নিখোঁজ

8

 

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পানির নিচে একটি আগ্নেয়গিরিতে উদ্গীরণের পর সৃষ্ট সুনামিতে টোঙ্গায় বসবাস করা এক ব্রিটিশ নারী নিখোঁজ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তার বন্ধু ও স্বজনরা এ তথ্য জানান বলে জানিয়েছে বিবিসি। ওই নারীর নাম অ্যাঞ্জেলা, বয়স ৫০। স্বামীর নাম জেমস গ্লোভার। অ্যাঞ্জেলার স্বজনদের দেওয়া তথ্যানুযায়ী, চার ফুট উঁচু ঢেউ যখন টোঙ্গা উপকূলে আঘাত হানে তখন গ্লোভার গাছে চড়ে প্রাণ রক্ষা করতে পারলেও অ্যাঞ্জেলা তার কুকুরসহ ভেসে যান। যুক্তরাজ্যে জন্ম নেওয়া অ্যাঞ্জেলা টোঙ্গার রাজধানী নুকু’আলোফায় একটি ট্যাটু পার্লারের সহ-ব্যবস্থাপক। পাশপাশি তিনি কুকুরদের একটি আশ্রয়কেন্দ্র চালান। গত শনিবার প্রশান্ত মহাসাগরে ডুবে থাকা হুঙ্গা-টোঙ্গা-হুঙ্গা হা’আপেই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর সৃষ্ট সুনামি টোঙ্গার উপকূলগুলোতে আঘাত হানে।